নয়াদিল্লি: প্রকাশ্য টিভি চ্যানেলে লোকসভার সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) গুলি করে মারার হুমকি! কেরল বিজেপির (BJP) নেতা তথা মুখপাত্র পিন্টু মহাদেব (Pintu Mahadev) একটি টেলিভিশন চ্যালেনের আলোচনা সভায় লাদাখে রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে বলে মন্তব্যে রাজনৈতিক ঝড় তুলে দিয়েছেন।
বিজেপি (BJP) নেতার এই প্রকাশ্য হত্যা-হুমকির বিরুদ্ধে গর্জে উঠেছে কংগ্রেস (Congress)। বিজেপি নেতার বিরুদ্ধে সত্বর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়েছেন কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। চিঠিতে কংগ্রেসের অভিযোগ, “এটা কোনও অতিরঞ্জিত বক্তব্য নয়, বরং বিজেপি নেতার ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে মৃত্যুর হুমকি।”
শুধু তাই নয়, এটা সংবিধান এবং ভারতের শাসন ব্যবস্থার উপরেও তীব্র আক্রমণ বলে উল্লেখ করে কংগ্রেস। বারংবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে এরকম মৃত্যুহুমকির ঘটনায় বিজেপির উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে কংগ্রেস। বিজেপিকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জননেতা রাহুল গান্ধীকে ‘টার্গেট’ করছে? খুনের হুমকি, সহিংসতাকে কি বিজেপি প্রশ্রয় দেয়? রাহুলের বিরুদ্ধে হুমকি, সহিংসতাকে কি বিজেপি (BJP) উস্কানি দিচ্ছে এরকম একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কংগ্রেস।
পাশাপাশি, পিন্টু মহাদেব নামক বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, রাহুল গান্ধীর কাছে বিজেপিকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বরা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে একটি শীর্ষস্তরিয় জাতীয় টিভি চ্যানেলের আলোচনা সভায় এভাবে সাংসদকে হুমকির ঘটনায় বিজেপির বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়।