
পুলিশের হাতে কামড় বসিয়েছেন বিজেপির (BJP) এক নেত্রী। ঘটনার ভিডিও হয়েছে ভাইরাল। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিজেপির সেই নেত্রীকে।
মহারাষ্ট্রে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল তারা। বিক্ষোভের মাঝে পুলিশ বাধা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। আর তখনই এক পুলিশের হাতে কামড় বসানো হয়েছিল বলে অভিযোগ।
ভিড়ের মধ্যেও ঘটনার ভিডিও তোলা হয়েছিল। নেট দুনিয়ায় অল্প সময়ে যা বেশ জনপ্রিয়। মহারাষ্ট্রের পুলিশও সক্রিয় হয়ে ওঠে। ভিডিও দেখে শনাক্ত করা হয় অভিযুক্তর পরিচয়। খুঁজে বের করা হয় তাকে।
শেষ পাওয়া খবর অনুযায়ী আক্রতি রাজীব নামের বিজেপির স্থানীয় এক নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ এবং ৩২৪ ধারায় রুজু করা হয়েছে মামলা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










