রাহুলের মন্তব্য শুনে রেগে কাঁই অমিত শাহ, বললেন, ‘দেশবিরোধী মন্তব্য করা স্বভাব নেতার’

রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরাসরি না বলে রাহুল গান্ধীকে দেশবিরোধীদের সমর্থনকারী হিসেবে আখ্যা দিলেন শাহ। আজ…

Amit Shah Demands Rahul Gandhi’s Apology Over Abuses Hurled at PM Modi, His Mother During Bihar Rally

রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরাসরি না বলে রাহুল গান্ধীকে দেশবিরোধীদের সমর্থনকারী হিসেবে আখ্যা দিলেন শাহ।

আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এক বিস্ফোরক পোস্ট করেন অমিত শাহ। তিনি লেখেন, ‘রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে দেশবিরোধী কথা বলা এবং দেশকে ভাঙতে চাওয়া শক্তির পাশে দাঁড়ানো। জম্মু-কাশ্মীরের দেশবিরোধী ও সংরক্ষণ বিরোধী অ্যাজেন্ডাকে সমর্থন করা হোক বা বিদেশি ফোরামে ভারত বিরোধী কথা বলা, রাহুল গান্ধী সর্বদা দেশের নিরাপত্তা ও ভাবাবেগে আঘাত করেছেন।’

   

অমিত শাহ লেখেন, ‘রাহুলের বক্তব্য কংগ্রেসের আঞ্চলিকতা, ধর্ম ও ভাষাগত পার্থক্যের ভিত্তিতে ফাটল ধরানোর রাজনীতিকে উন্মোচিত করেছে। দেশ থেকে সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলে রাহুল গান্ধী আরও একবার কংগ্রেসের সংরক্ষণ বিরোধী চেহারা সামনে এনেছেন। তার মনের মধ্যে যে ভাবনাগুলো ছিল সেগুলো শব্দ হিসেবে বেরিয়ে এসেছে। আমি রাহুল গান্ধীকে বলতে চাই যে যতক্ষণ বিজেপি থাকবে ততক্ষণ কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না এবং কেউ দেশের সুরক্ষা নিয়ে খেলতে পারবে না।’

উল্লেখ্য, মার্কিন সফরের সময় রাহুল গান্ধী ভার্জিনিয়ায় একটি বক্তৃতা দিয়েছিলেন যেখানে তিনি ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের শত শত সদস্যের সঙ্গে মতবিনিময় করেছিলেন। সফরকালে রাহুল গান্ধীর বেফাঁস মন্তব্য সকলের সামনে উঠে আসে। তিনি বলেন, ‘আরএসএস কিছু ধর্ম, ভাষা ও সম্প্রদায়কে অন্যদের চেয়ে ছোট মনে করে।’ তিনি বলেন, ‘ভারতে রাজনীতির জন্য নয়, এই জিনিসের জন্য লড়াই হচ্ছে। প্রথমত, আপনাকে বুঝতে হবে লড়াইটা কীসের জন্য। কংগ্রেস নেতা বলেন, ভারতে কোনও শিখের পাগড়ি বা বাড্ডা পরার অধিকার আছে কিনা তা নিয়ে লড়াই চলছে। অথবা শিখ হিসেবে গুরুদ্বারে যেতে পারবেন কি না।’

রাহুল গান্ধীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নু। রাহুল গান্ধীর বক্তব্যের সমর্থনে গুরপতবন্ত সিং পান্নু বলেন, রাহুল গান্ধী অত্যন্ত সাহসী বক্তব্য দিয়েছেন। তাঁর এই বক্তব্য পৃথক খালিস্তান দেশ শিখ ফর জাস্টিসের (এসএফজে) দাবিকে ন্যায্যতা দেয়।

Advertisements