নয়াদিল্লি: বুধবার অর্থমন্ত্রী-দ্বারা ঘোষিত GST সংস্কার নিয়ে কটাক্ষ করে আসছেন বিরোধীরা। দীর্ঘদিন ধরে জিএসটির কোপে আমজনতার বেহাল দশার কথা সংসদে তুলে ধরা হলেও, বিরোধীদের সেই দাবিতে কর্ণপাত করেননি অর্থমন্ত্রী। এবার বিহার-বাংলায় ভোটের আগে মধ্যবিত্তের ভরসা কুড়োতে বিজেপির এটি নাটক বলে কটাক্ষ করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল।
জিএসটি সংস্কার নিয়ে এবার মোদী সরকারকে কটাক্ষ করলেন শিবসেনা (ইউবিটি)-র নেতা আদিত্য ঠাকরে। কেন্দ্র সরকার “ভুল সিদ্ধান্ত শুধরলো” বলার পাশাপাশি তিনি বলেন, “ক্ষমা চাওয়ার পরিবর্তে জিএসটি সংস্কারকে উপহার হিসেবে” উপস্থাপন করছে বিজেপি। শিবসেনা নেতার বক্তব্য, বিজেপি গোড়াতেই একটা ভুল জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) চালু করেছিল। অবশেষে সেটি পরিবর্তনে আগ্রহী হল।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে আদিত্য বলেন, “এটা কোনও সংস্কার নয়! একটা ভুল সিদ্ধান্ত আর খারাপ পরিচালনার নজির! একটা ছোট্ট পরিবর্তনের মাধ্যমে সরকার সেই ভুল শোধরালো, কিন্তু ক্ষমা চাইল না। আশা করি, এইবার অন্তত রাজ্যগুলোকে ঠিক সময়মত তাদের বকেয়া ফেরত দেবে কেন্দ্র সরকার।” অন্যদিকে, শুক্রবার নির্মলা সীতারামণ দাবী করেন, আমজনতার সুবিধাই জিএসটি সংস্কারের মূল লক্ষ্য।
এইদিনই ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, “১৫ আগস্ট লালকেল্লা থেকে আমি ঘোষণা করেছিলাম যে দীপাবলি ও ছটের আগে দেশবাসী দ্বিগুণ সুখবর পাবেন। আজকের জিএসটি সংস্কার সেই প্রতিশ্রুতির প্রথম ধাপ।” বুধবার দিনভর আলোচনার পর ১২ এবং ২৮ শতাংশের জিএসটি তুলে নিয়ে তাঁর পরিবর্তে ৫, ১৮ এবং ৪০ শতাংশ নয়া জিএসটি চালু করতে উদ্যোগী জিএসটি পরিষদ।
এই নিয়ে কংগ্রেস নেতা তথা চারবার অর্থমন্ত্রকের দায়িত্ব সামলানো পি চিদম্বরমের কটাক্ষ, “বিগত আট বছর ধরে চড়া জিএসটির হার কমানোর আর্জি জানিয়ে আমরা চোখের জল ফেলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। এখন আচমকা সরকারের এই মন পরিবর্তনের পেছনের আসল কারণটা কি?” মন্থর অর্থনৈতিক বৃদ্ধি, মানুষের মাথায় ঋণের বোঝা, আমজনতার সঞ্চয় হ্রাস নাকি অন্যকিছু? মূলত বিহারের আসন্ন নির্বাচনের দিকেই ইঙ্গিত করে চিদম্বরমের এই ‘খোঁচা’ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।