চেন্নাই: শুক্রবার রামানাথপূরম জেলায় একাধিক প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে বিজেপিকে (BJP) একহাত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। কারুরে পদপিষ্ট হয়ে প্রায় ৪১ জন মানুষের মৃত্যু নিয়ে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে, অভিযোগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। মৃত, আহতদের প্রতি আসল সমবেদনা নয়, বরং আসন্ন নির্বাচনকে মাথায় রেখে বিজেপি (BJP) দেখনদারী করছে বলে কটাক্ষ করলেন স্ট্যালিন।
তিনি বলেন, “বিজেপি দলটাই টিকে আছে অন্যের রক্ত শুষে”! গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে টিভিকে (TVK)-প্রধান ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় ৪১ জনের, আহত হন প্রায় ৬০। ২৯ সেপ্টেম্বর মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে তামিলনাড়ুতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কারুরের দুর্ঘটনাস্থল-ও পরিদর্শন করেন তিনি। তবে, এসবই ‘বিজেপির রাজনীতির অঙ্গ’ বলে দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর।
এর আগে রাজ্যে একাধিকবার দুর্যোগ, বিপর্যয় হওয়া সত্ত্বেও বিজেপির কোনও নেতা-মন্ত্রীর দেখা পাওয়া যায়নি। কিন্তু আসন্ন নির্বাচনের আবহে তামিলনাড়ুতে নিজেদের জমি শক্ত করতে কারুর দুর্ঘটনাকে হাতিয়ার করছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্ট্যালিন। এদিন তিনি বলেন, “এর আগে তামিলনাড়ুতে যখন তিনটি বড় বিপর্যয় হয়েছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর না দেখা পাওয়া গিয়েছিল, না কোনও রিলিফ এসেছিল!”
এছাড়াও মণিপুর সহ দেশের একাধিক জায়গায় অশান্তি, দুর্যোগ, বিপর্যয়ের পরেও বিজেপির দেখা পাওয়া যায়নি বলে তোপ দাগেন স্ট্যালিন (M K Stalin)। তিনি বলেন, “যখন মণিপুর জ্বলছিল, কুম্ভ মেলায় মৃত্যু হল, গুজরাট কোথাও বিজেপি নেতা-মন্ত্রীদের দেখা যায়নি। কিন্তু বছর ঘুরলেই তামিলনাড়ুতে ভোট। তাই বিজেপির কারুর নিয়ে এত আগ্রহ।”