এসএসসি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এহেন ঘটনায় তৃণমূল শিবিরে যে যথেষ্ট অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। পার্থ ছাড়াও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরাও। তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষা ব্যবস্থায় পাহাড় সমান দুর্নীতি দেখে হতবাক কেন্দ্রীয় মন্ত্রী৷ ইডি হানায় রাজ্যের মন্ত্রী পার্থ-ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকার পাহাড় দেখে তাজ্জব বনেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, ‘বাংলার শিক্ষা ব্যবস্থা দেখে গোটা দেশ অনুপ্রাণিত হত, কিন্তু এখন তা দুর্নীতির পর্যায়ে চলে গিয়েছে। এখন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়।’
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। চলে ম্যারাথন জেরা। এরপর ২৭ ঘণ্টা পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে শুক্রবার শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী-সহ প্রায় এক ডজন মানুষের বাড়িতে একযোগে হানা দেওয়া হয়। এসএসসি কেলেঙ্কারির তদন্তে শুক্রবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে তাঁকে জেরা করেছিলেন ইডি-র আধিকারিকরা।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বেঞ্চ। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে ইডি।