বিজেডিকে টুকে রাজ্য বাজেট পেশ বিজেপির! বিস্ফোরক ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন

২৪ বছরের সাম্রাজ্যের পতন ঘটেছে। ওডিশায় বিজেডিকে (Nabin Pattanayek) সরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। ক্ষমতায় এসেই মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আশ্বাস দিয়েছিল ঐতিহাসিক রাজ্য…

২৪ বছরের সাম্রাজ্যের পতন ঘটেছে। ওডিশায় বিজেডিকে (Nabin Pattanayek) সরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। ক্ষমতায় এসেই মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আশ্বাস দিয়েছিল ঐতিহাসিক রাজ্য বাজেট পেশ হবে। কিন্তু আদতে বাজেটের নামে ওডিশাবাসীকে ঠকানো হয়েছে, এমনটাই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়েকের (Nabin Pattanayek)।

রাজ্য বাজেট পেশ হতেই ওডিশা বিজেপিকে তুলোধনা করলেন বিজু জনতা দলের প্রেসিডেন্ট নবীন। এদিন তিনি বলেন, রাজ্য বিজেপি বলেছিল যে তারা ‘গেম চেঞ্জিং’ বাজেট পেশ করবে, পরিবর্তে তারা কেবল ‘নেম চেঞ্জিং’ বাজেট পেশ করেছে। ওরা যে স্কিম চালু করার কথা বলেছে, তার ৮০ শতাংশই ইতিমধ্যেই চালু করে দিয়েছে আমাদের বিজেডি সরকার।

   

২০০০ সাল থেকে ওডিশার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ের। কিন্তু এবার ১৪৭ আসন বিশিষ্ট ওডিশা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। ১৪৭টি আসনের মধ্যে ৭৮টি আসনে জিতেছে বিজেপি। ৫১টি আসনে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেডি। আর কংগ্রেস জিতেছে মাত্র ১৪টি আসনে।

স্পিকারের কাছে চিঠি অখিলেশের, কোচিং সেন্টারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আত্মীয়দের জন্য ১ কোটি টাকা দাবি !

বিধানসভা পাশাপাশি ওডিশা লোকসভা নির্বাচনেও গেরুয়া ঝড় উঠেছে। সে রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ২০টি আসনে জয়লাভ করেছে। বাকি একটি আসন কংগ্রেসের ঝুলিতে গিয়েছে। খাতাই খুলতে পারেনি নবীন পট্টনায়েকের বিজেডি।

ওডিশার মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি। কেওনঝড়ের চার বারের বিধায়ক তিনি। দীর্ঘ আড়াই দশক ধরে বিজেপির সক্রিয় নেতা। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির বেছে নেওয়ার পেছনে কাজ করেছে তাঁর সাংগঠনিক দক্ষতা। উপ-মুখ্যমন্ত্রী করা হচ্ছে পার্বতী পরীদা এবং কণকবর্ধন সিংহদেওকে।

সৌমিত্র-সুকান্তের জয়েও গরমিলের অভিযোগ! ৭৯ সিটের রিপোর্ট ফাঁসে ‘মহাবিপদে’ মোদী?

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওডিশায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৪৭। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৭৪। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এই ১৪৭টি আসনের মধ্যে ১১৩টি আসনে জিতেছিল বিজেডি। ২৩টি আসনে জিতে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। আর কংগ্রেস জিতেছিল মাত্র ৯টি আসনে। অন্যান্যরা দুটি আসনে জিতেছিল।