দেশের মধ্যে সেরা ফল দেবে বাংলা: মোদী

লক্ষ্য ৪০০ পার। এ নিয়ে প্রচার করছে বিজেপি। সেই সঙ্গে রয়েছে চেনা স্লোগান, ‘আরও একবার, মোদী সরকার’ (Narendra Modi)। সেই মোদীর গলায় বড় আত্মবিশ্বাস। বেনজির…

polarization-cards-at-the-end-of-the-lok-sabha-polls-narendra-modis-big-comments-about-muslims

লক্ষ্য ৪০০ পার। এ নিয়ে প্রচার করছে বিজেপি। সেই সঙ্গে রয়েছে চেনা স্লোগান, ‘আরও একবার, মোদী সরকার’ (Narendra Modi)। সেই মোদীর গলায় বড় আত্মবিশ্বাস। বেনজির দাবি। নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছেন যে চব্বিশের লোকসভা ভোটে বিজেপির সবথেকে বড় সাফল্য আসবে পশ্চিমবঙ্গ থেকে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে ১৮তম লোকসভা নিয়ে মুখে খুলেছেন নরেন্দ্র মোদী। বারবার বিরোধীদের নিশানা করছেন মোদী সেই সঙ্গেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। এ নিয়ে মোদীর গলায় আত্মবিশ্বাসের সুর। তাঁর দাবি, ‘গত নির্বাচনে আমরা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। এবারের ভোটে দেশের মধ্যে বেস্ট পারফরমেন্স স্টেট হবে পশ্চিমবঙ্গ। ভারতীয় জনতা পার্টি সবথেকে বড় সাফল্য পশ্চিমবঙ্গ থেকে পাবে।’

২০১৪ সালে দেশজুড়ে মোদী ঝড়। সেবার লোকসভা ভোটে বাংলায় দুই আসনে জেতে বিজেপি। দার্জিলিং এবং আসানসোল। তারপর ২০১৬ সালের লোকসভা ভোটে পদ্ম শিবিরের ঝুলিতে যায় তিনটি আসন। এরপর ২০১৯ সালে বাংলায় বিজেপি ঝড় ওঠে। একলাফে ২ থেকে ১৮ আসনে পৌঁছে যায় বিজেপি। তারপর একুশের ভোটে বাংলার মসনদ দখলে ময়দানে নামে বিজেপি। ২০০র বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতা দখলের দাবি করে। কিন্তু থামতে হয় সাতাত্তরে।

আবারও মমতার হাতে বাজল ‘মৃত্যুঘন্টা’! ৩২ বছর পর আসলে কীসের বার্তা?

Advertisements

একুশের ভোটে বিপুল জনাদেশ পেয়ে তৃতীয়বারের জন্য বাংলার গদিতে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটে সেই তৃণমূলকেই গুরুত্ব দিতে নারাজ নরেন্দ্র মোদী। তাঁর মতে, ‘এবার পশ্চিমবঙ্গের একতরফা ভোট হচ্ছে। জনতা জনার্দন লিড করছে। এর জন্য সরকারে থাকা লোক অর্থাৎ তৃণমূলের লোক দিশাহারা হয়ে গিয়েছে। লাগাতার হত্যা-হামলা হচ্ছে। বিজেপি কর্মীদের জেলে পোরা হচ্ছে। এত অত্যাচারের পরেও ভোট বেশি পড়ছে।’

এখানেই শেষ নয়। তৃণমূল নিয়ে আরও এক বিস্ফোরক দাবি করেছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘বাংলার ভোটে তৃণমূল অস্তিত্বের লড়াই লড়ছে।’ একুশের ভোটে বিপুল সাফল্য পায় ঘাসফুল। তিন বছরের মধ্যেই অস্তিত্বের সংকট কীভাবে? এ বিষয়ে নরেন্দ্র মোদী বলেছেন, ‘২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে আমরা তিন ছিলাম, সেখান থেকে বাংলার জনগণ আমাদের ৮০ করে দিয়েছে।’