মুখ ফেরালেন রামলালাও? অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে বিজেপি!

রামভূমি অযোধ্যায় পিছিয়ে পড়েছে বিজেপি। এগিয়ে সমাজবাদী পার্টির প্রার্থীর। অখিলেশ সিং যাদবের প্রার্থী অবধেশ প্রসাদ ফৈজাবাদে (অযোধ্যা এই কেন্দ্রের অন্তর্গত) বিজেপি প্রার্থী লাল্লু সিংয়ের থেকে…

BJP candidate behind in Ayodhya Faizabad Lok Sabha constituency, অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে বিজেপি

রামভূমি অযোধ্যায় পিছিয়ে পড়েছে বিজেপি। এগিয়ে সমাজবাদী পার্টির প্রার্থীর। অখিলেশ সিং যাদবের প্রার্থী অবধেশ প্রসাদ ফৈজাবাদে (অযোধ্যা এই কেন্দ্রের অন্তর্গত) বিজেপি প্রার্থী লাল্লু সিংয়ের থেকে প্রায় ১২৯৮০ ভোটে এগিয়ে রয়েছেন। অনেকটাই পিছনে বহুজন সমাজবাদী পার্টির সচ্চিদানন্দ পাণ্ডে।

রাম মন্দির বিজেপির অন্যতম ইস্যু। ২০১৯ সালে অযোধ্যায় রাম মন্দির তৈরির আশ্বাস দিয়েছিল পদ্মশিবির। সেই আশ্বাস বাস্তবায়িত হওয়ার পথে এগোয় ২০২০ সালে। ওই বছর অগাস্টে হয় মন্দিরের ভিত্তপ্রস্তর স্থাপণ। ২০২৪ সালের জানুয়ারিতে প্রদানমন্ত্রী মোদীর হাত ধরে রাম মন্দির উদ্বোধন হয়। অযোধ্যায়কে পদ্ম শিবিরের শক্ত ঘাঁটি ধরা হয়। সেই ঘাঁটিতেই পিছিয়ে পড়েছে বিজেপি।

   

কেরলে পদ্ম ফুটবে? দক্ষিণ ভারতের দল হয়ে গেল সিপিআইএম

এবারও লোকসভা নির্বাচনে হিন্দু-আবেগে শান দিয়ে প্রচার চালিয়েছিল বিজেপি। অযোধ্যা- হিন্দুত্বের প্রাণকেন্দ্র। সেখানেই গেরুয়া ঝড়ের গতি থেমে যাওয়ার প্রবনতা অত্যন্ত ইঙ্গিতবাহী। প্রশ্ন উঠেছে বিজেপি তাহলে কী রাম মন্দির ইস্যু, হিন্দুত্ব কাজ করল না?

ভোট গণনায় সাট্টা বনাম শেয়ার বাজারের চরম যুদ্ধ, সেনসেক্সে পতন

গণনার প্রবনতাতেই স্পষ্ট যে, উত্তরপ্রদেশে মোদি ম্যাজিক এবার ফিকে। লোকসভা নির্বাচনের আসন প্রাপ্তির নিরিখে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে সর্ববৃহৎ পার্টি হওয়ার পথে সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত ৩৭টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। বিজেপি এগিয়ে রয়েছে ৩২টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৮টি আসনে। বাকি আসনে এগিয়ে অন্যরা। অর্থাৎ ‘ইন্ডি’ জোটের সামনে টালমাটাল অবস্থাগেরুয়া শিবিরের।

ভারতের লোকসভা ভোটে জয়ে উত্তরপ্রদেশের ভূমিকা রয়েছে বরাবর। এই রাজ্যে বেশি সংখ্যক আসনজয়ীরাই দিল্লির কুর্সিতে বসে। সেই উত্তরপ্রদেশে বিজেপির অবস্থা ভাল নয়। ফলে পদ্ন নেতৃত্বের ৪০০ আসন পারের স্বপ্ন এখন অধরাই রয়ে গেল। বদলে এনডিএ কোনও মতে ৩০০-র গণ্ডি ছুঁতে পারে। পাল্টা বিরোধী শিবির এগিয়ে ২২৭ আসনে এগিয়ে। কংগ্রেসের একার দখলে এগিয়ে ৯৩ আসনে।