রাজ্যে পাঁচ ঘন্টা বনধের ডাক বিজেপির, তুঙ্গে রাজনৈতিক চর্চা

BJP called Bihar Bandh On Sept 4 Over Abuse Of PM Narendra Modi Mother At Opposition Rally

বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা’কে নিয়ে কুৎসিত মন্তব্যের প্রতিবাদে ৪ সেপ্টেম্বর বিহারে বনধের (Bihar Bandh) ডাক দিল বিজেপি (BJP) সমর্থিত জোট (NDA)। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনধ হবে এবং এতে জরুরি পরিষেবাগুলি প্রভাবিত হবে না বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির মাকে নিয়ে কুৎসিত মন্তব্যের ঘটনা ঘটেছিল বিহারের দরভাঙায়। গত সপ্তাহে কংগ্রেস কর্মীরা মোদির মাকে নিয়ে যে কটূক্তি করেছিলেন, তারই প্রতিবাদে বনধের ডাক দিয়েছে এনডিএ। বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়স্বাল জানান, বনধের সময়কালের মধ্যে জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, হাসপাতাল ও রেল চলাচল কার্যক্রম অব্যাহত থাকবে।

   

এনডিএ’র প্রতিবাদে নেতৃত্বে থেকে বিজেপি মহিলা মঞ্চ। এর মাধ্যমে মহিলাদের অধিকারের প্রশ্নেও বার্তা দেওয়া হবে। বিজেপি নেতারা দাবি প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এমন ভাষা ব্যবহার করা শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে নয়, বরং নৈতিক অবক্ষয়েরও বিষয়। বিজেপি নেতা উমেশ কুশওয়া বলেছেন, “বিরোধীরা আমাদের মায়েদের অপমান করেছে, এখন আমরা তাদের প্রতিকার করব।”

পহেলগাঁও কাণ্ডে সরাসরি কাশ্মীর যোগের প্রমান NIA এর হাতে

প্রধানমন্ত্রী মোদির ভাষণে সরাসরি তোপের মুখে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, “এই নামদাররা, যারা রাজার মতো জন্মগ্রহণ করেছে। কখনও বুঝতে পারবে না একজন গরিব মায়ের সংগ্রাম। তাদের কাছে ক্ষমতা হল পরিবারগত অধিকার।”

এদিকে, এই ঘটনার পর থেকেই বিরোধী শিবিরে চাপ সৃষ্টি হচ্ছে। কংগ্রেস এবং আরজেডি নেতারা অবশ্য এখনও তাদের মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেননি। রাজনীতির মাঠে এই নতুন ঘটনা এক ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে মোদি মাকে নিয়ে মন্তব্যকে শুধু তার ব্যক্তিগত অপমান হিসেবে দেখছেন না, বরং নারীদের প্রতি অপমান হিসেবেও বিবেচনা করছেন।

BJP called Bihar Bandh On Sept 4 Over Abuse Of PM Narendra Modi Mother At Opposition Rally

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleপহেলগাঁও কাণ্ডে সরাসরি কাশ্মীর যোগের প্রমান NIA এর হাতে
Next articleবন্যায় বিধ্বস্ত পাঞ্জাব, নিহত ৩০, সরকার ঘোষণা করল জরুরি পদক্ষেপ
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।