Bipin Rawat Last Rites: শ্রদ্ধাজ্ঞাপনে বিরোধীদের ১ মিনিট সময় দিচ্ছে না মোদী সরকার ! বিতর্ক

modi bipin

News Desk: বিরোধীদের অভিযোগ, মোদী সরকার যা-ই করুক সবই ভোটের লক্ষ্যে করে। আরও উত্তর প্রদেশ ও পাঞ্জাব বিধানসভায় ভোটের দিকে তাকিয়েই দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক (chief of defence staff) বিপিন রাওয়াতের (Bipin Rawat Last Rites) প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে রাজনীতি করছে কেন্দ্র সরকার।

Advertisements

একাধিক বিরোধীদল অভিযোগ করেছে, মোদী সরকার প্রয়াত জেনারেল রাওয়াত ও বাকি জওয়ান অফিসারদে প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগটুকুও দিচ্ছে না।

কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুকে অনুরোধ করেন, সেনা সর্বাধিনায়কের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতিটি রাজনৈতিক দলকে এক মিনিট করে সময় দেওয়া হোক। নাইডু সেই প্রস্তাব খারিজ করে দেন।

এর পরেই বিতর্ক প্রবল আকার নেয়। বিরোধীদের শোক প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত করার প্রতিবাদ জানাতে বিভিন্ন দল রাজ্যসভা ত্যাগ করে।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ অবশ্য বলেছেন, অধিবেশনের শুরুতেই তিনি রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতি তিনি সভার সকল সদস্যের হয়েই দিয়েছেন। তাই প্রত্যেক সদস্যের আলাদা করে আর শোকজ্ঞাপনের কোনও প্রয়োজন নেই।

Advertisements

হরিবংশেরই কথায় সন্তুষ্ট হতে পারেননি বিরোধীরা। রাজ্যসভার বাইরে বিরোধী সাংসদরা সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন। তারা বলেন, শাসকদল একজন মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানোর নিয়েও রাজনীতি করছে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন বলেন, সভাকক্ষে আমাদের রাওয়াতের প্রতি শোক প্রকাশ করার সুযোগই দেওয়া হল না। সরকারের এই আচরণ থেকেই বোঝা যাচ্ছ যে, দেশে কী ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেন, মোদী সরকার রাওয়াতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়টিতেও নিজেদের একচেটিয়া আধিপত্য রাখতে চাইছে। এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক। একজন মৃত মানুষকে নিয়ে এধরনের ঘৃণ্য রাজনীতি করা এক নিচু রাজনীতির পরিচয়।

শুক্রবার সকালে অবশ্য রাহুল গান্ধী, মল্লিকার্জুন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাওয়াতের প্রতি শোক জানিয়ে আসেন। শুক্রবার সেনা সর্বাধিনায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।