স্পিকার পদ নিয়ে বিজেপি–জেডিইউ টানাপড়েন: দিল্লিতে বৈঠক, কোণঠাসা জোটসঙ্গীরা

Bihar Speaker Post Stalemate

বিহারে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া গতি পেলেও জোটের দুই প্রধান শরিক বিজেপি ও জেডিইউ-র মধ্যে স্পিকারের পদ নিয়ে মতভেদ ক্রমশ প্রকট হচ্ছে। মঙ্গলবার নয়াদিল্লিতে হতে চলা গুরুত্বপূর্ণ বৈঠকে সবচেয়ে বেশি নজর থাকছে এই স্পিকারের আসন নিয়েই। পাশাপাশি নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতর বণ্টন নিয়েও চলছে জোরদার দর-কষাকষি।

Advertisements

স্পিকারের পদে দাবি দুই পক্ষেরই

সূত্র বলছে, বিজেপি ও জেডিইউ—দুই দলই বিধানসভার স্পিকারের পদে নিজেদের দাবিকে জোরালোভাবে তুলে ধরেছে। outgoing বিধানসভায় স্পিকার ছিলেন বিজেপি নেতা নন্দ কিশোর যাদব এবং ডেপুটি স্পিকারের চেয়ারটি ছিল জেডিইউ-র নরেন্দ্র নারায়ণ যাদবের দখলে। এবারও বিজেপি স্পিকারের পদ রাখতে বদ্ধপরিকর বলেই রাজনৈতিক মহলের অনুমান।

   

মন্ত্রিত্ব নিয়েও রাতভর আলোচনা Bihar Speaker Post Stalemate

স্পিকারের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক নিয়েও চলছে তীব্র দর-কষাকষি। পাটনায় সোমবার গভীর রাত পর্যন্ত চলেছে বিজেপির কৌশলগত বৈঠক। অন্যদিকে জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা ও ললন সিং-সহ শীর্ষ নেতারা মঙ্গলবার দিল্লিতে যাওয়ার কথা রয়েছে—উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য।

ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছোট শরিকদের সঙ্গে আলাদা বৈঠক করছেন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস), জিতনরাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার) এবং উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টিকেও সমীকরণের মধ্যে রেখে আলোচনা চলছে।

সূত্রের দাবি—এই তিন শরিকের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে এনডিএ। নতুন ফর্মুলা অনুযায়ী, প্রতি ৬ জন বিধায়কের জন্য একটি মন্ত্রিত্ব দেওয়ার নীতিতে সম্মত হয়েছে জোট।

১৯ নভেম্বর পৃথক বৈঠক, ২০ তারিখ শপথ গ্রহণ

বিজেপি ও জেডিইউ—দুই দলের পৃথক বিধায়ক সভা ডাকা হয়েছে ১৯ নভেম্বর। তার পরেই হবে এনডিএ-র যৌথ বৈঠক। সব প্রক্রিয়ার শেষে ২০ নভেম্বর পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হবে নতুন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

বিধানসভা ভাঙার সুপারিশ, শীঘ্রই ইস্তফা দেবেন নীতীশ

সোমবারই নীতীশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সঙ্গে বৈঠক করে বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন। বুধবার তিনি রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দেবেন এবং নতুন সরকার গঠনের জন্য এনডিএ-র সমর্থনপত্র জমা দেবেন।

নীতীশ কুমারই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন—এতে কোনও রাজনৈতিক সন্দেহ নেই। তাঁর সঙ্গে একাধিক মন্ত্রীও শপথ নিতে চলেছেন।

এনডিএ-র ব্যাপক জয়, মহাগঠবন্ধনের ভরাডুবি

সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন-এক কথায় ঐতিহাসিক জয়।

বিজেপি—৮৯

জেডিইউ—৮৫

Advertisements

এলজেপি (রামবিলাস)—১৯

এইচএএম—৫

আরএলএসপি—৪

অন্যদিকে মহাগঠবন্ধনের ভরাডুবি প্রকট—মোট পেয়েছে মাত্র ৩৪টি আসন।

আরজেডি—৭৫ থেকে নেমে ২৫

কংগ্রেস—৬

সিপিআই(এমএল)—২

সিপিআই(এম)—১

এআইএমআইএম—৫

বিএসপি ও ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি—প্রতিটি ১ করে আসন।