২২ নভেম্বর শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ, ৩ দফায় হতে পারে বিহারের ভোট

পাটনা: আগামী ২২ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে বিহার বিধানসভার মেয়াদ। তার আগেই উৎসবের মাঝেই সেরে ফেলতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, আগামী…

২২ নভেম্বর শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ, ৩ দফায় হতে পারে বিহারের ভোট

পাটনা: আগামী ২২ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে বিহার বিধানসভার মেয়াদ। তার আগেই উৎসবের মাঝেই সেরে ফেলতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিহারের নয়া বিধানসভা গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মোট ৩ দফায় ভোটগ্রহণের প্রক্রিয়া চলবে। যার মধ্যে দীপাবলি এবং ছটপুজোর মধ্যেই অন্তিম দফার ভোটগ্রহণ পর্ব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে আসন্ন নির্বাচনেও বহু দফায় ভোট হতে পারে বিহারে। ২০২০ বিধানসভা নির্বাচনে ৭১ টি আসনের ভোটগ্রহণ হয় ২৮ অক্টোবর। দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটগ্রহণ যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর সংঘটিত হয়। তার আগে ২০১৫ সালে সর্বমোট ৫ দফায় বিহারের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া হয়। যার ফলাফল ঘোষিত হয় ১০ নভেম্বর।

   

গত নির্বাচনে বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে ১৩১ টি আসনে যেতে এনডিএ (NDA)। যার মধ্যে বিজেপি (BJP) ৮০, জেডিইউ (JDU) ৪৫, হিন্দুস্তান আওয়ামি মোর্চা (সেকুলার) ৪ এবং নির্দলদের ঝুলিতে আসে ২ টি আসন। অন্যদিকে, ইন্ডিয়া জোটের (INDIA bloc) কাছে মোট ১১১ টির মধ্যে ৭৭ টি আসনে আছে আরজেডি(RJD), ১৯ টিতে কংগ্রেস (Congress) এবং সিপিআইএম(CPIM), সিপিআই(এমএল)(CPIML) এবং সিপিআই(CPI)-এর কাছে আছে যথাক্রমে ২,১১ এবং ২ টি আসন।

Advertisements

আসন্ন নির্বাচনে বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর এনডিএ বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকেই (Nitish Kumar) দেখছেন। অন্যদিকে, কংগ্রেস-আরজেডির ইন্ডি জোটে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তেজস্বী যাদবকে (Tejaswi Yadav) বেছেছে। বলা বাহুল্য, নির্বাচন-প্রাক্কালে সরগরম বিহারের রাজ্য রাজনীতি।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপির ‘ভোট-চুরি’র দাবিতে এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রতিবাদে বিহারের ২৫ টি জেলায় প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ভোটার অধিকার যাত্রা সেরেছেন তেজস্বী-রাহুল। উল্টোদিকে, প্রধানমন্ত্রীর মা-কে অসম্মানের অভিযোগকে অস্ত্র করে বিহারের মহিলা ভোটারদের সহানুভূতি কুড়োতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।