পাটনা: রাজ্যে পর্যাপ্ত পুলিশের অভাব। অথচ ২ বছর ধরে নিয়োগের নামগন্ধ নেই। নির্বাচনের আগে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাস্তায় নেমেছে চাকরিপ্রার্থীদের ঢল। সোমবার বিহার (Bihar) পুলিশের সাব-অর্ডিনেট কমিশন (BPSSC) এবং সেন্ট্রাল সিলেকশন বোর্ড অব কনস্টেবলের (CSBC) নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা।
“মুখ্যমন্ত্রী আবাস ঘেরো” (মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও) মিছিলের এক আন্দোলনকারী চাকরিপপ্রার্থী জানিয়েছেন, তাঁদের প্রতিনিধি দল আধিকারিকদের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন। অন্যদিকে, পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা বলে জানা গিয়েছে।
খুশবু পাঠক নামক এক আন্দোলনকারী পুলিশি ব্যারিকেডের উপর দাঁড়িয়ে বলেন, “দুর্নীতি এবং অরাজকতার বিরুদ্ধে বিহারের ছাত্রছাত্রীরা প্রতিবাদে নেমেছে। প্রধাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের প্রতিবাদে নামতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি এবং সরকারের কাছে আমাদের দাবি পূরণের আর্জি জানাচ্ছি”।
পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কার্বন কপি দেওয়ার দাবি তোলেন তাঁরা। ইন্সপেক্টর পদের পরীক্ষার বিজ্ঞপ্তি ভোটের আগেই প্রকাশ করতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। নীতিশ কুমার নামক এক প্রতিবাদকারী বলেন, “আমরা সাংসদ, বিধায়কদের ছেলেমেয়ে নই, আমরা গরীব চাষির সন্তান। তাই আমরা বিহার পুলিশের পরীক্ষায় বসতে চাইছি। কিন্তু প্রশাসন আমাদেরকে সেই সুযোগ টুকুও দিচ্ছে না। বছরের পর বছর ধরে শূন্যপদের কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। গ্রাম থেকে এসে পাটনায় পড়াশুনো করতে আমাদের সমস্যা হচ্ছে”।
বিরোধীদের কটাক্ষ
উল্লেখ্য, বিহারের বেকারত্ব নিয়ে সওয়াল করে যাচ্ছেন আরজেডি (RJD) নেতা তথা ইন্ডি জোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব। বিহারে দুর্নীতি, অপরাধ, বেকারত্ব ক্রমশ বাড়ছে, কিন্তু এনডিএ (NDA) শরীক জেডিইউ (JDU) সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে তোপ দেগেছেন তিনি। সোমবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফর রয়েছে।
পুনেরা জেলায় বিমানবন্দরের টার্মিনালের পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকএর উন্নিয়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই নিয়ে রবিবার তেজস্বী যাদব কটাক্ষ করেছিলেন, “প্রধানমন্ত্রী বিহারের আসল সমস্যা নিয়ে কথা বলবেন না। আমি চাইব প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমার পুনেরা মেডিক্যাল কলেজে একবার ঘুরে আসুন। তাহলে বিহারের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাবেন”।