বিহারের ১১ আসনে মহাজোট বনাম মহাজোট! চরম কটাক্ষ চিরাগের

Bihar Grand Alliance Seat Clash

পাটনা: বিহারে বিরোধী শিবিরের ঐক্যের ছবি আরও ম্লান। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গ্র্যান্ড অ্যালায়েন্সে (মহাগাঠবন্ধন) জোটসঙ্গীদের মধ্যে সমঝোতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, জোটের ভেতরেই অন্তত ১১টি আসনে সরাসরি লড়াই হচ্ছে, যা বিরোধী ঐক্যের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে।

Advertisements

‘অন্তর্কলহ’ নিয়ে তোপ

এই বিশৃঙ্খল পরিস্থিতি ভোটের প্রথম দফা শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এনডিএ শিবিরের হাতে আক্রমণের অস্ত্র তুলে দিয়েছে। এনডিএ ও চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই বিরোধী জোটের ‘অন্তর্কলহ’ নিয়ে তোপ দেগেছেন।

   

তথ্য অনুযায়ী, আরজেডি (RJD) ও কংগ্রেস নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে ছয়টি আসনে, আর সিপিআই (CPI) ও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে চারটি আসনে। এছাড়া বিকাশশীল ইনসান পার্টি (VIP) ও রাজদও মুখোমুখি একটি আসনে- চেনপুরে।

১৪৩ প্রার্থীর তালিকা প্রকাশ

রাজদ সোমবার তাদের ১৪৩ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে এমন ছয়টি আসন রয়েছে যেখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে। এগুলো হল- বৈশালী, সিকন্দরা, কাহালগাঁও, সুলতানগঞ্জ, নরকাটিয়াগঞ্জ ও ওয়ারসালিগঞ্জ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ সংঘাত ভোটে বিরোধী শিবিরের ঐক্য ও বার্তাকে দুর্বল করে দিতে পারে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না- কারণ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর, তার মধ্যেই কিছু সমঝোতা হতে পারে বলে আশা করছেন জোটের নেতারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements