পাটনা: নির্বাচনের আর বাকি হাতে গোনা প্রায় ২ মাস। বিহার বিধানসভা ভোটকে (Bihar Election) পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী। সোমবার বিহারে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তার আগে বিজেপি সহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন ইন্ডি জোটের মুখ্যমন্ত্রীর মুখ আরজেডি নেতা তেজস্বী যাদব।
ভোটের আগে রাজ্যে এসে কোনও আসল সমস্যা নিয়ে কথা বলবেন না প্রধানমন্ত্রী, বরং শুধুমাত্র অনুপ্রবেশ নিয়ে কথা বলে চলে যাবেন বলে তোপ দাগলেন তেজস্বী (Tejaswi Yadav)। আগামীকাল বিহারের পুনেরা জেলায় যাবেন নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের কটাক্ষ, “আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রীকে বলব, পুনেরা মেডিক্যাল কলেজটাও ঘুরে আসতে। তাহলে বিহারের বিদ্যমান সমস্যার কিছুটা হলেও আন্দাজপাবেন তাঁরা”।
১৫ সেপ্টেম্বর বিহারে Narendra Modi
আগামীকাল শিশাবাড়ি গ্রামে বিরাট জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সভায় উপস্থিত থাকবেন পুনেরা, কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ জেলার শতাধিক মানুষ। বিহারের মাখানা উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসা বাড়ানোর জন্য জাতীয় মাখানা বোর্ডের উদ্বোধন করবেন তিনি। এই বোর্ড মাখানা উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং রফতানিতে সাহায্য করবে। প্রসঙ্গত, দেশের ৯০% মাখানাই উৎপাদিত হয় বিহারে।
পাশাপাশি, পুনেরা বিমানবন্দরের নতুন সিভিল এনক্লেভে নতুন টার্মিনাল বিল্ডিং-এরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও, পুনেরা জেলা-জুড়ে ৩৬ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়াও বিহারজুড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচী রয়েছে তাঁর।
বিহারের বিদ্যমান সমস্যা নিয়ে Tejaswi
বিহারের বেকারত্ব, দুর্নীতি এবং অপরাধ নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ এনডিএ (NDA)-এর বিরুদ্ধে তোপ দেগে আসছেন আরজেডি (RJD) নেতা। “বিহারে অপরাধ বাড়ছে আর মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী সেই অপরাধীদের আশ্রয় দিচ্ছেন”, বলে বৃহস্পতিবার তোপ দাগেন তিনি।
পাশাপাশি সুপ্রিম কোর্ট এসআইআর-এ আধার কার্ডকে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান তেজস্বী যাদব। তিনি বলেন, “এটি আমাদের জন্য বড় জয়। আমরা এসআইআর-এর বিরুদ্ধে নই। তবে যেভাবে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে তার বিরোধিতা করছি”।