বিহার নির্বাচন: ভোটার অধিকার যাত্রার দশম দিনেও রাগার সুর সপ্তমে

পাটনা: “কি ভেবেছে? বিহারীদের চুনা (চুন) লাগাবে? আরে বিহারীরা তো খৈনিতে চুন লাগায়!” ইন্ডিয়া মঞ্চের ভোটার অধিকার যাত্রার দশম দিনে বিহারের মধুবনী থেকে সুর চড়ালেন…

পাটনা: “কি ভেবেছে? বিহারীদের চুনা (চুন) লাগাবে? আরে বিহারীরা তো খৈনিতে চুন লাগায়!” ইন্ডিয়া মঞ্চের ভোটার অধিকার যাত্রার দশম দিনে বিহারের মধুবনী থেকে সুর চড়ালেন তেজস্বী যাদব। বিধানসভার বাদল অধিবেশন থেকে শাসকদলের বিরুদ্ধে ‘ভোট-চুরি’-র অভিযোগে মঙ্গলবারেও একই মাত্রায় তোপ দাগলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা।

Advertisements

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে রাহুল গান্ধী (Rahul Gandhi) বললেন, “আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে দেবেন না।” নির্বাচন কমিশন (ECI) এবং বিজেপিকে একহাত নিয়ে এদিন রাহুল গান্ধী ফের “ভোট চোর, দেশ ছোড়” ধ্বনি তোলেন। লোকসভার বিরোধী দলনেতা এদিন বলেন, “নিজেদের ভোটার অধিকার রক্ষার পাশাপাশি মানুষের উচিৎ সংবিধানও রক্ষা করা। মনে রাখা উচিৎ, ভোটার অধিকার থেকে একবার বঞ্চিত হয়ে গেলে সংবিধান রক্ষা করা দুষ্কর হয়ে পড়বে।

   

তিনি এও বলেন, ভোটার তালিকা থেকে যে ৬৫ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে বিজেপির সাহায্য করতে ব্যবহার করা হবে। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে উত্তাল বিহারের রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে বিহারবাসীর হয়রানি, প্রশ্নের মুখে পড়া নাগরিকত্বকে কেন্দ্র করে সরব হয়েছে ইন্ডিয়া মঞ্চ। গত ১০ দিন ধরে পথে নেমে মানুষের ‘কাছে’ যাওয়ার চেষ্টা করছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। মঙ্গলবার মধুবনী জেলার যাত্রাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।