রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, গণনা কবে?

Bihar Election Date announced by Election Commission of India on November 6 and 11

বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (Bihar Election Date) ঘোষণা করল নির্বাচন কমিশন ( Election Commission of India)। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই বছর বিহারে দুই দফায় ভোটগ্রহণ হবে, ৬ ও ১১ নভেম্বর (Political News)। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর, তার আগেই সম্পন্ন হবে গোটা নির্বাচন প্রক্রিয়া (Breaking News)।

Advertisements

এই নির্বাচনে বিহারের মোট ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ২টি তফশিলি উপজাতি (ST) এবং ৩৮টি তফশিলি জাতি (SC) সংরক্ষিত। মোট ৭ কোটি ৪২ লক্ষ ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩.৯২ কোটি, মহিলা ভোটার ৩.৫০ কোটি এবং প্রথমবারের ভোটার প্রায় ১৪ লক্ষ। বিশেষ আকর্ষণ, ১০০ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ১৪ হাজারেরও বেশি।

   

ভোটগ্রহণ হবে ৯০,৭১২টি কেন্দ্রে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথে সর্বাধিক ১২০০ জন ভোটার ভোট দিতে পারবেন। ১০০% ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এমনকি ২৫০টি বুথে ঘোড়ায় চড়ে এবং ১৯৭টি বুথে নৌকায় করে নজরদারি চালানো হবে।

এবারের নির্বাচনে কমিশন ১৭টি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলো ভবিষ্যতে সারা দেশে প্রয়োগ করা হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বুথ লেভেল অফিসারদের আইআইআইডিইএম (নয়াদিল্লি) বিশেষ প্রশিক্ষণ, ভোটারদের মোবাইল ফোন বুথে প্রবেশের আগে জমা দেওয়ার নিয়ম, ও বুথ অফিসারদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করা।

Advertisements

কমিশনের মতে, এই ব্যবস্থাগুলি নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে। নিরাপত্তার দিক থেকে বিহার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রাখতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Bihar Assembly Election Date announced by Election Commission of India on November 6 and 11