শরিকি চাপে হাঁসফাঁস মোদী! ‘জলদি করুন’ শুনতে হল নীতীশের নির্দেশ

মোদীর নেতৃত্বেই জোট সরকার চূড়ান্ত। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবে এবং নতুন সরকার গঠনের দাবি করবে। এনডিএ নেতারা নরেন্দ্র…

Nitish Kumar, Narendra Modi

মোদীর নেতৃত্বেই জোট সরকার চূড়ান্ত। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবে এবং নতুন সরকার গঠনের দাবি করবে। এনডিএ নেতারা নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেন নির্বাচনের ফলাফল পর্যালোচনা করেন। জানা যাচ্ছে মোদীকে কার্যত দ্রুত সরকার গঠনের কথা বলেন নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি বলেন যা করার জলদি করুন।

জোট সরকারের দুই মূল শরিক টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দলের নীতীশ কুমার। টিডিপি অন্ধ্র প্রদেশে 16টি লোকসভা আসন জিতেছে এবং নীতীশ কুমারের জেডিইউ বিহারে 12টি আসন জিতেছে। এদের ছাড়া এনডিএ জোট সরকার গড়তে পারবে না। ফলে শরিকি চাপে হাঁসফাঁস করছেন মোদী।

   

একাদিক্রমে তিন দফায় গুজরাটের মুখ্যমন্ত্রী ও গত দু দফায় বিজেপির একক ক্ষমতায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পূর্বতন জোট শরিকদের উষ্মা বারবার বেরিয়েছিল। তবে বিজেপির একক গরিষ্ঠতায় মোদী কারোর কথা শুনতেন না বলেই বিতর্ক ছিল এনডিএ সরকারে। এনডিএ ছেড়েছিলেন নীতীশ। পরে ফিরেছেন। সূত্রের খবর, এবারের লোকসভা ফলাফলে মোদীর একচ্ছত্র খতম হতেই নীতীশের চাপ বাড়ছে। মোদীকে চাপে রেখেছেন চন্দ্রবাবু।

নীতীশের সামনে ইন্ডিয়া জোটেরও পথ খোলা। এমনই ইঙ্গিত আসছে। ইন্ডিয়া জোটের তরফে শরিক সংগ্রহের দায়িত্ব নিয়েছেন শারদ পাওয়ার।  বৈঠক চলাকালীন মোদীকে হঠাত নীতীশ কুমার বলেন সরকার গঠনে কোনো বিলম্ব করা উচিত নয়। আমাদের এটি যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। দ্রুত নীতীশের দাবি মেনে নেন মোদী।