ভরা সভায় আচমকা মোদীর হাত ধরে টানলেন মুখ্যমন্ত্রী! কী হল তারপর?

narendra modi

ভরা সভায় আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে টানলেন মুখ্যমন্ত্রী! আর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। আপাতত সুপার ভাইরাল সেই ভিডিয়ো।

আজ, বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের রাজগির ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

   

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য অরবিন্দ পানাগরিয়া বক্তৃতা দিচ্ছিলেন। ক্যামেরার ফোকাস যায় মোদী ও নীতিশের কুমারের দিকে। আচমকায় বিহারের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাঁ-হাত টেনে ধরেন। গোটা ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে যান মোদী।

বড় অভিযোগ, ববিকে বহিষ্কার রাজ্য নেতৃত্বের

মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও তৎপর হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী নীতিশ কুমারের দিকে ঝুঁকতেই তিনি তর্জনীর দিকে নজর দেন। এরপর নীতিশও তাঁর তর্জনী প্রধানমন্ত্রীকে দেখান। এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

 

প্রধানমন্ত্রী আজ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ৪৫৫ একর ক্যাম্পাসের উদ্বোধন করেন। তারপর তিনি জানান, তাঁর তৃতীয় দফার মেয়াদ শুরু হওয়ার ১০ দিনের মধ্যে নালন্দা যাওয়া ভারতের উন্নয়ন যাত্রায় এক শুভ লক্ষণ।

মোদী বলেন, তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার ১০ দিনের মধ্যে আমি নালন্দায় আসার সুযোগ পেয়েছি। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এটাকে আমি ভারতের উন্নয়ন যাত্রায় একটি শুভ লক্ষণ হিসাবেও দেখছি।

ভরা সভায় আচমকা মোদীর হাত ধরে টানলেন মুখ্যমন্ত্রী! কী হল তারপর?

নালন্দায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যগুলি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টিতে ৪০টি শ্রেণিকক্ষ এবং প্রায় ১৯০০ আসন ক্ষমতা সহ দুটি অ্যাকাডেমিক ব্লক রয়েছে। বিশ্ববিদ্যালয়ে দুটি অডিটোরিয়াম এবং প্রায় ৫৫০ সিট বিশিষ্ট ছাত্রাবাস রয়েছে।

জমে গেল ‘খেলা’, রায়গঞ্জ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিল কংগ্রেস

৪৫৫ একর ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক কেন্দ্র, একটি অ্যাম্ফিথিয়েটার, একটি ফ্যাকাল্টি ক্লাব এবং একটি স্পোর্টস কমপ্লেক্স রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ‘নেট জিরো’র সবুজ ক্যাম্পাস। এটি সৌর শক্তি, গার্হস্থ্য, পানীয় জল শোধনাগার, একটি জল পুনর্ব্যবহারযোগ্য কেন্দ্র এবং বেশ কয়েকটি জলাশয়ের উপর নির্ভরশীল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন