বিহারে দ্বিতীয় দফার ভোট শুরু, ভোটারদের উদ্দেশে বার্তা প্রিয়ঙ্কা-মোদীর

Bihar Assembly Election Second Phase

পাটনা: বিহারে আজ শুরু হয়েছে দ্বিতীয় দফার বিধানসভা ভোটগ্রহণ। মোট ১২২টি আসনে সকাল থেকেই চলছে ভোট। বিভিন্ন বুথে সকাল থেকেই দেখা গিয়েছে সাধারণ ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ছে বেশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ। যা প্রথম দফার তুলনায় কিছুটা বেশি। প্রথম দফায় একই সময় পর্যন্ত ভোট পড়েছিল ১৩.১৩ শতাংশ।

   

প্রিয়ঙ্কা গান্ধীর ভোটবার্তা

দ্বিতীয় দফার ভোট শুরুর পরেই বিহারবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে বার্তা দেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তিনি লেখেন, “চাকরি, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পের জন্য, গণতন্ত্র ও সংবিধানের রক্ষার জন্য এবং বিহারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন। এমন একটি সরকার গঠন করুন, যা আপনাদের জন্য কাজ করবে।”

প্রিয়ঙ্কার বার্তায় উঠে এসেছে কর্মসংস্থান ও উন্নয়নের ইস্যু— যা এই নির্বাচনে বিরোধীদের প্রধান প্রচারবিন্দু হয়ে উঠেছে।

মোদীর আহ্বান ভোটারদের উদ্দেশে Bihar Assembly Election Second Phase

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটের সকালে এক্স-এ (পূর্বে টুইটার) বার্তা দিয়েছেন বিহারবাসীর উদ্দেশে। তিনি লেখেন, “আমি সকল ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটদানের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

নতুন ভোটারদের উদ্দেশে বিশেষভাবে আহ্বান জানিয়ে মোদী বলেন, “যাঁরা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।”

শান্তিপূর্ণ ভোটে জোর

বিহার নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশও মোতায়েন রয়েছে।

সকালের ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ভোটারদের মধ্যে উচ্ছ্বাস স্পষ্ট, বুথের বাইরে ভিড়ই তার প্রমাণ। বিশেষত গ্রামীণ এলাকায় মহিলাদের উপস্থিতি নজর কাড়ছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়বে বলেই আশা করছে কমিশন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন