Bihar Assembly Election: আসন ভাগাভাগি নিয়ে মহাজোটকে চাপ বামেদের, দাবী ৩৫ টি আসন!

পাটনা: আসন্ন বিহার বিধানসভা (Bihar Assembly Election) নির্বাচনে মহাগাঁঠবন্ধনের কাছে আসনের দাবী সামনে রাখল CPI, CPI(M)। শুক্রবার থেকে আসন ভাগাভাগি করার জন্যও জোটের উপর কার্যত…

পাটনা: আসন্ন বিহার বিধানসভা (Bihar Assembly Election) নির্বাচনে মহাগাঁঠবন্ধনের কাছে আসনের দাবী সামনে রাখল CPI, CPI(M)। শুক্রবার থেকে আসন ভাগাভাগি করার জন্যও জোটের উপর কার্যত চাপ দিতে শুরু করেছে সিপিআই (এম) ও সিপিআই। আসন্ন নির্বাচনে ২৪ টি আসনে লড়ার দাবী জানিয়েছে সিপিআই (CPI)। পাশাপাশি, ১১ টি আসনে লড়ার দাবী সামনে রেখেছে সিপিআই(এম)।

Advertisements

শুধু তাই নয়, তেজস্বী যাদবকে অতি সত্বর বিরোধী জোটের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণারও দাবী জানিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে  সিপিআই-এর রাজ্য সম্পাদক রাম নরেশ পান্ডে (Ram Naresh Pandey) বলেন, “মহাজোটের বড় দলগুলিকে সিপিআই এবং সিপিআই(এম)-এর জন্য তাদের কয়েকটি আসন ছাড়তে হবে।”

   

তিনি আরও ঘোষণা করেন যে সিপিআই এবং সিপিআই(এম) তাদের কর্মীদের “নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলির সত্যতা যাচাই” নিশ্চিত করার জন্য সমস্ত জেলায় যৌথ সম্মেলন করবে। অন্যদিকে, সিপিআই (এম)-এর রাজ্যসচিব লালন চৌধুরী (Lalan Choudhary) বলেন, আসন ভাগাভাগি নিয়ে আরও দেরি করা হলে বিপদ বাড়বে।

লালন চৌধুরী বলেন, “আমদের দলে আদর্শবাদী, সংগঠনিক ক্ষমতাসম্পন্ন তৃণ-মূল ক্যাডাররা রয়েছেন। গত ৫ বছর ধরে এনডিএ (NDA) সরকারের অপসারনের জন্য একেবারে গোড়া থেকে ধারাবাহিকভাবে কাজ করে আসছি। তাই যদি আমরা বেশি সংখ্যক আসনে লড়ি তাতে আখেরে মহাজোটেরই লাভ হবে।” বিগত নির্বাচনের তথ্য তুলে ধরে লালন চৌধুরী আরও বলেন, “আমরা ৬ টি আসনে লড়ে ৬ টি-তেই জিতেছিলাম। পাশাপাশি, ৪ টি আসনের মধ্যে ২ টি-তে জিতেছিল সিপিআই(এম)। হেরে যাওয়া আসন গুলিতে ভোটের পার্থক্যও ছিল যৎসামান্য।”

তবে রাম নরেশ পান্ডে বলেন, “এখনও পর্যন্ত আমাদের দাবী শোনা হয়নি। এখনও পর্যন্ত মহাজোটের কাছ থেকে আমরা কেবল মৌখিক আশ্বাসটুকুই পেয়েছি। আমাদের দলগুলো মূলত দরিদ্র এবং প্রান্তিক শ্রেণীর আর্থিক সহায়তার উপর নির্ভর করে। তাই, জনগণের কাছে পৌঁছানোর এবং তাদের সমর্থন একত্রিত করার জন্য আমাদের পর্যাপ্ত সময় প্রয়োজন।