Brij Bhushan Singh: বড় ধাক্কা বিজেপির ‘দাপুটে’ নেতা ব্রিজভূষণের, দিল্লি আদালতের চার্জ গঠন

বিজেপির নেতা তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে চার্জ…

Big Court Setback For Ex-Wrestling Body Chief Brij Bhushan Singh ,ব্রিজভূষণের সিংয়ের বিরুদ্ধে চার্জ গঠন

বিজেপির নেতা তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা রাজপুত জানিয়েছেন যে, চার্জ গঠনের জন্য যথোপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে এখনই বিচার শুরু হতে পারে।

জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অর্থাৎ মহিলাদের সম্ভ্রমহানি এবং ৩৫৪ এ অর্থাৎ যৌন হেনস্তার পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য মিলেছে। আদালত জানিয়েচে, ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০৬-এর ১ ধারায় ১ ও ৫ নম্বর নির্যাতিতার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পেয়েছে। তবে বিচারক ব্রিজভূষণকে ৬ নম্বর অভিযোগকারিণীর অভিযোগ থেকে রেহাই দিয়েছেন।

   

Amit Shah: সঙ্গেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন অমিত শাহ?

এই মামলায় অপর অভিযুক্ত ফেডারেশনের প্রাক্তন সহকারী বিনোদ টোমরের বিরুদ্ধে আদালত ৫০৬-এর ১ ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। প্রথম অভিযোগকারিণীর বয়ানের সপক্ষে এই প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে। বাকি অপরাধের ক্ষেত্রে টোমরকে রেহাই দিয়েছে আদালত।

Karnataka: প্রশাসনের নির্দেশে বিয়ে বন্ধ, রাগে নাবালিকা বাগদত্তার শিরচ্ছেদ প্রেমিকের

গত মাসে ব্রিজভূষণ আদালতের কাছে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন। তাঁর দাবি, যেদিনের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে, সেদিন তিনি কুস্তি ফেডারেশনের অফিসে কেন দেশেই ছিলেন না। সেই আর্জি অবশ্য আদালত খারিজ করে দিয়েছিল।

ব্রিজভূষণ এবং টোমর দু’জনেই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। দিল্লি পুলিশ গত মাসে তাঁদের বিরুদ্ধে বেশ কিছু ধারায় চার্জশিট পেশ করেছিল। এ দিন সেগুলির উপর ভিত্তি করেই চার্জ গঠন করে আদালত।