বিহারে INDIA ব্লকের বড় ধাক্কা! ৬ টি আসনে একক ভাবে লড়বে JMM

পাটনা: বিধানসভা ভোটের (Bihar Assembly Election) বাকি এক মাসেরও কম সময়। তারই মাঝে বড়সড় ধাক্কা খেল বিহারের বিরোধী ইন্ডি জোট (INDIA Block)! মহাগাঁঠবন্ধন ছিন্ন করে বেরিয়ে গেল ঝারখন্ড মুক্তি মোর্চা (JMM)! ৬ টি আসনে একাই লড়বে দল, বলে জানিয়ে দিলেন মহাসচিব সুপ্রিয় ভট্টাচার্য।

Advertisements

“মহাগাঁঠবন্ধন নয়, বরং নিজেদের ক্ষমতাবলেই ময়দানে লড়তে চাই আমরা”, বলে ঘোষণা করলেন তিনি। চকাই, ধমদাহা, কটোরিয়া, পিরপন্থি, মনীহারী এবং জমুই এই ৬ টি আসনে এককভাবে লড়তে চলেছে ঝারখন্ড মুক্তি মোর্চা। শনিবার এই ঘোষণার পরেই কংগ্রেস সহ বামপন্থী দলগুলোর সঙ্গে সম্পর্কে ছেদ পড়েছে JMM-এর।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মহাজোটের অন্তর্ভুক্ত দলগুলি ৭টি আসনে একে অপরের মুখোমুখি হতে চলেছে। যার মধ্যে লালগঞ্জ, বৈশালী, রাজাপাকর, বাছওয়ারা, রোসেরা এবং বিহারশরিফ আসনগুলি উল্লেখযোগ্য। এই আসনগুলিতে প্রার্থীদের মনোনয়ন মহাজোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে।

জটিলতা তৈরি হয়েছে সিকান্দ্রা বিধানসভা আসন নিয়েও। আসনটি মূলত কংগ্রেসের বিনোদ চৌধুরীকে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু শনিবার ওই আসনে আরজেডির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন স্পিকার উদয় নারায়ণ চৌধুরী।

Advertisements

বলা বাহুল্য, বিহার-ঝারখন্ড সীমান্তবর্তী আসনগুলিতে দখল রাখার জন্য ঝারখন্ড মুক্তি মোর্চার ইন্ডি জোটে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে মহাজোটের দলগুলির মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করছেন জোটের বরিষ্ঠ নেতা-মন্ত্রীরা।

প্রসঙ্গত, আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে দুই দফায় বিধানসভা ভোট (Bihar Assembly Election) অনুষ্ঠিত হতে চলেছে। যার ফলাফল ঘোষিত হবে ১৪ নভেম্বর। ২৪৩ টি বিধানসভা আসনের ভাগাভাগি নিয়ে ইতিমধ্যেই চরম উত্তেজনা বিহারের রাজনৈতিক শিবিরে। ইতিমধ্যেই এনডিএ তাঁদের আসন বন্টন ঘোষণা করে দিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল জেডিইউ।