দেশে বড়সড় হামলা রুখে দিল এটিএস, গ্রেফতার হিজবুল জঙ্গিরা

ভোপাল: দেশে বড়সড় হামলার ছক কষছিল জঙ্গিরা। কিন্তু শেষ মুহূর্তে জঙ্গিদের সেই ছক বানচাল করতে সফল হল রাজ্য এটিএস। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ভোপাল এটিএসের আইজি ডঃ আশিস।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আজ সকালে আমরা নির্ভরযোগ্য তথ্য পাই যে এমন এক ব্যক্তি রয়েছে যিনি ইন্ডিয়ান মুজাহিদিনের মতাদর্শে প্রভাবিত হয়েছে এবং বড় হামলার পরিকল্পনা করছে। এরপরেই আর দেরি না করে আজ সকালে আমরা খান্ডোয়ার কাঞ্জর মহল্লার বাসিন্দা ফয়জান এবং তার বাবা হানিফ শেখ নামের দুজনকে গ্রেফতার করি। ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ) আইনের একাধিক ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

   

এটিএস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি সাহিত্য বই বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ৪টি মোবাইল ফোন, ১টি পিস্তল, ৫টি তাজা কার্তুজ এবং স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) সংগঠনের সদস্যপদ ফরমও উদ্ধার করা হয়েছে। ভোপাল এটিএসের আইজি জানান, ‘ধৃতদের কাছে পাওয়া মোবাইল ও ডিজিটাল ডিভাইস থেকে আমরা ইন্ডিয়ান মুজাহিদিন, আইএসআইএস, লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনের অনেক ছবি ও ভিডিও পেয়েছি। তদন্ত এখনও চলছে। এই মুহূর্তে আমরা ফয়জানের থেকে অনেক তথ্য পেয়েছি এবং ইউএপিএ আইনে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।’ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন