Bharat Rice Price: ভোটের আগে মোদীর চমক চাল

দেশে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাল ‘ভারত রাইস’ (Bharat Rice), যা মাত্র ২৯ টাকা কেজি দামে পাওয়া যায়,…

Bharat Rice Price: ভোটের আগে মোদীর চমক চাল

দেশে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাল ‘ভারত রাইস’ (Bharat Rice), যা মাত্র ২৯ টাকা কেজি দামে পাওয়া যায়, এখন তাদের কাছের এই দোকানগুলিতে পাওয়া যাবে। এখন পর্যন্ত সরকার শুধু মোবাইল ভ্যানের মাধ্যমে সীমিত আকারে বিক্রি করে আসছে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন স্কিম।

খুচরো বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে সস্তায় ‘ভারত চাল’ পৌঁছে দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, যারা চাল মজুদ করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

‘ভারত রাইস’ ই-কমার্স ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে

কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া এক প্রেস মিটিংয়ে জানিয়েছেন, বিভিন্ন ধরনের চাল রফতানি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত এক বছরে চালের খুচরো ও পাইকারি দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। দাম নিয়ন্ত্রণের জন্য, সরকার দুটি সমবায় কমিটির ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) এবং ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) পাশাপাশি কেন্দ্রীয় স্টোরগুলির মাধ্যমে খুচরো বাজারে ‘ভারত চাল’ চালু করেছে। প্রতি কেজি 29 টাকা। প্রতি কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে, ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো ই-কমার্স সাইটগুলিতেও ‘ভারত রাইস’ লোকেদের কাছে উপলব্ধ হবে। সরকার আগামী সপ্তাহ থেকে 5 কেজি এবং 10 কেজি প্যাকেটে ‘ভারত চাল’ উপলব্ধ করবে। এ জন্য প্রথম দফায় পাঁচ লাখ টন চাল খুচরো বাজারে ছাড়বে সরকার।

Advertisements

ইতিমধ্যেই বিক্রি হচ্ছে ‘ভারত আটা’ এবং ‘ভারত দল’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বাজারে আগের চেয়ে কম দামে বিক্রি করছে ‘ভারত আটা’ ও ‘ভারত ডাল’। সরকার ‘ভারত আটা’ প্রতি কেজি 27.50 টাকা এবং ‘ভারত ডাল’ (গ্রাম) প্রতি কেজি 60 টাকায় বিক্রি করছে। বাজারে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিয়ে, সঞ্জীব চোপড়া বলেছিলেন যে সরকার যে কোনও সময় শীঘ্রই চাল রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। দাম না কমানো পর্যন্ত বিধিনিষেধ অব্যাহত থাকবে।