HomeBharatটিকিটের দরকার নেই, ভারতে একমাত্র এই ট্রেনেই যাত্রীদের যাতায়াত পুরোপুরি ফ্রি

টিকিটের দরকার নেই, ভারতে একমাত্র এই ট্রেনেই যাত্রীদের যাতায়াত পুরোপুরি ফ্রি

- Advertisement -

ভারতে যাতায়াতের লাইফলাইন ভারতীয় ট্রেন। কম খরচে বহুদূর যাওয়ার একমাত্র ভরসা ট্রেন। তবে, বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে ট্রেনের খরচ বেড়েছে। কিন্তু, এ দেশেই রয়েছে এমন রেল রুট যেখানে যাত্রীদের চলাচল পুরোপুরি বিনামূল্যে হয়ে তাকে। এক-দু’দিন নয়, টানা ৭৫ বছর ধরে এই ট্রেন পরিষেবা পুরোপুরি ফ্রি!

গোটা সফর সম্পূর্ণ বিনামূল্যে! সত্যিই আবাক করা কাণ্ড। আসলে ১৯৪৮ সালে এই বিশেষ ট্রেনটি শ্রমিক পরিবহণের জন্য চালু হয়েছিল। ভাকড়া-নাঙ্গল বাঁধে কর্মরত শ্রমিকদের জন্যই মূলত এই ট্রেন চালু করা হয়। এই ট্রেন পঞ্জাব এবং হিমাচল প্রদেশের সীমান্তে অবস্থিত নাঙ্গল এবং ভাকড়ার মধ্যে যাতায়াত করে।

   

Difference Between TTE And TC in Indian Railways: ট্রেনের টিকিট পরীক্ষাই কাজ, তাহলে ভারতীয় রেলের TTE ও TC-র পার্থক্য কী?

ভাকড়া-নাঙ্গল রুটের এই ট্রেন চলাচলের দেখভাল করে বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড। বর্তমানে, যাত্রীরা এই ট্রেনে চেপেই ভাকরা-নাঙ্গল বাঁধ দেখতে যান, আবার ফিরে আসেন ওই ট্রেনেই। লাগে না কোনও টিকিট।

ভাকড়া-নাঙ্গাল বাঁধ নির্মাণের কাজ শেষ হয় ১৯৬৩ সালে। শ্রমিকদের পাশাপাশি স্থানীয়েরাও নিয়মিত এই ট্রেনে যাতায়াত করতেন। আজও রয়ে গিয়েছে সেই ট্রেন। চলাচল করেন বাঁধ দেখতে আসা যাত্রীরা। বিনামূল্যের এই ট্রেন এখন ইতিহাসের এক অধ্যায় বহন করে চলেছে।

Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular