
নয়াদিল্লি: পরিবারের ভিতরে সংলাপের অভাব থেকেই তথাকথিত ‘লাভ জিহাদ’-এর মতো পরিস্থিতির সৃষ্টি হয়৷ এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। বুধবার ভোপালে আয়োজিত ‘স্ত্রী শক্তি সংবাদ’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনাকে রুখতে হলে উদ্যোগ শুরু করতে হবে ঘর থেকেই।
অভিভাবকদের আত্মসমালোচনা প্রয়োজন
মোহন ভাগবতের প্রশ্ন, “একজন অচেনা মানুষ কীভাবে একজন মেয়েকে প্রভাবিত করতে পারে, তা নিয়ে অভিভাবকদের আত্মসমালোচনা করা প্রয়োজন।” তাঁর মতে, পরিবারে খোলামেলা আলোচনা ও নৈতিক ভিত্তি শক্ত না হলে এমন প্রভাব তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন, শিশুর প্রথম ১২ বছরের নৈতিক গঠন ঘরেই হয় এবং সেখানে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাগবতের কথায়, নারী ও পুরুষের মধ্যে সমান অংশীদারিত্ব অপরিহার্য। অতীতে নিরাপত্তাজনিত কারণে নারীদের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাস্তবতা বদলেছে বলেও মত তাঁর।
আরএসএস প্রধান আরও দাবি করেন, সমাজে স্থিতাবস্থা বজায় রাখতে তথাকথিত ‘লাভ জিহাদ’ ঠেকাতে তিনটি স্তরে সচেতন উদ্যোগ প্রয়োজন।
রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া Bhagwat on Love Jihad
তবে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক নাগরিকদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। মহারাষ্ট্রের অমরাবতীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি সত্যিই ‘লাভ জিহাদ’ নামে কোনও প্রবণতা থেকে থাকে, তবে তার পরিসংখ্যান সংসদে পেশ করা হোক। পাশাপাশি গত ১১ বছরে এ সংক্রান্ত কোনও নথি থাকলে তা প্রকাশেরও দাবি জানান তিনি।
ওয়াইসির অভিযোগ, কর্মসংস্থান, চিন সীমান্ত বা লাদাখের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যর্থতা ঢাকতেই এ ধরনের বিতর্ক উসকে দেওয়া হচ্ছে।
Bharat: RSS chief Mohan Bhagwat says “Love Jihad” stems from a lack of family dialogue at Bhopal’s Stri Shakti Samvad. AIMIM’s Asaduddin Owaisi hits back, challenging BJP to provide 11-year data in Parliament. Get the latest on this political showdown.










