ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগত সিং–এর সঙ্গে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাস–এর তুলনা টেনে এক বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ ইমরান মসুদ। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি হামাস সদস্যদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে উল্লেখ করে বলেন, প্যালেস্তাইনে তাদের লড়াই নাকি অনেকটা ভগত সিং–এর আন্দোলনের মতোই। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের ঝড় উঠেছে।
ইমরান মসুদের বক্তব্য ছিল, “হামাস তাদের জমি ও স্বাধীনতার জন্য লড়ছে। ভগত সিংও তাঁর জমির জন্যই লড়েছিলেন।”
যখন তাঁকে মন্তব্যটি স্পষ্ট করতে বলা হয়, তিনি নিজের অবস্থান থেকে সরেননি। তাঁর যুক্তি, “যাঁরা দখলের বিরুদ্ধে লড়ছেন, তাঁদের শুধুমাত্র সন্ত্রাসবাদী হিসেবে দেখা ঠিক নয়।”
এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ইমরান মসুদের মন্তব্যকে “অসঙ্গত ও নিন্দনীয়” বলে আখ্যা দিয়ে বলেন, “ইমরান মসুদ ভগত সিং–এর সঙ্গে হামাসকে তুলনা করেছেন! এটি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি চরম অসম্মান। কংগ্রেস ও বামপন্থীরা বারবার সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে মহিমান্বিত করে নিজেদের নেতাদের বড় করে দেখাতে চায়।”
তিনি আরও অভিযোগ করেন, “এটাই কংগ্রেসের চেনা ধারা—কখনও ভগত সিং, কখনও চন্দ্রশেখর আজাদ, কখনও সাভারকর বা প্যাটেল—সবাইকে অপমান করেছে ওরা।”
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিতর্কে মুখ খোলেনি। দল আনুষ্ঠানিকভাবে না ইমরান মসুদের বক্তব্যের সমর্থন করেছে, না তার বিরোধিতা করেছে। এই নীরবতাকেই বিজেপি “পরোক্ষ সমর্থন” বলে দাবি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইমরান মসুদের এই মন্তব্য “অশোভন ও জাতীয় অনুভূতিকে আঘাতকারী”। তাঁদের মত, একদিকে ভারতের স্বাধীনতার শহিদ ভগত সিং, অন্যদিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী হিসেবে স্বীকৃত এক সংগঠন; এই দুইকে একই মাপকাঠিতে রাখা শুধু ইতিহাস নয়, নৈতিকতাকেও বিকৃত করে।


