Dengue: হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি, হাই অ্যালার্ট জারি করল পুরসভা

হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। পরিস্থিতি সামাল দিতে হাই অ্যালার্ট জারি করল পুরসভা। ১ মে থেকে ১৩ মে-র মধ্যে বেঙ্গালুরুতে ১৭২ জনের ডেঙ্গি (Dengue)…

dengue

হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। পরিস্থিতি সামাল দিতে হাই অ্যালার্ট জারি করল পুরসভা। ১ মে থেকে ১৩ মে-র মধ্যে বেঙ্গালুরুতে ১৭২ জনের ডেঙ্গি (Dengue) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) জানিয়েছে, সংক্রমণ ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। রক্ত পরীক্ষায়ও জোর দেওয়া হচ্ছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে পুরসভা।

সম্প্রতি বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি হয়। এর জেরে শহরের নানা প্রান্তে জল জমে যায়। মশার উৎপাতও বৃদ্ধি পায়। এর জেরেই ডেঙ্গি সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করছে পুরসভা কর্তৃপক্ষ। ১৬ মে জাতীয় ডেঙ্গি দিবসে ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার কমিশনার (স্বাস্থ্য) বলেন, বৃষ্টির পর জল জমে থাকলে মশার বংশবিস্তার ঘটে। পুরসভা কর্তৃপক্ষ মশার প্রজনন বন্ধ করতে ইতিমধ্যে রাসায়নিক স্প্রে এবং ধোঁয়া দেওয়া শুরু করেছে। প্রতিটি ওয়ার্ডে চারটি দল মোতায়েন করা হয়েছে। কোন কোন জায়গায় জল জমে আছে, সেটা চিহ্নিত করছে তারা।

   

পরিস্থিতি সামাল দিতে আশা কর্মী, প্রাইমারি হেলথ অফিসার, নাম্মা ক্লিনিকের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে কয়েকটি দল গঠন করা হবে। এই দলগুলি হাই রিস্ক এরিয়ায় রোগের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Lok Sabha Election 2024: ভোট দিলেই পড়ুয়াদের অতিরিক্ত ১০ নম্বর, বিরাট ঘোষণা কলেজের

শুধু বেঙ্গালুরু নয়, গোটা কর্নাটকেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রাজ্যে ২,৮৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা গত বছরের এই সময়ে ছিল ১,৭২৫ জন। ফলে একথা বলাই যায় যে, আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কর্নাটকের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ডেঙ্গি রোগটি ভাইরাসজনিত। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকে। ডেঙ্গির প্রধান লক্ষণগুলি হল – জ্বর (৯৯-১০৬ ডিগ্রি ফারেনহাইট), শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি।

Supreme Court: ইডি-র ক্ষমতা খর্ব, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের