সাধগুরুর ডিপফেক ভিডিয়োর ফাঁদে গৃহবধূ, খোয়ালেন ৩.৭৫ কোটি টাকা

বেঙ্গালুরু: প্রযুক্তির ভেলকিতে প্রতারণার ফাঁদে পড়লেন এক মহিলা৷ ‘ডিপফেক’-এর ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হলেন তিনি। বেঙ্গালুরুর সিভি রমন নগরের ৫৭ বছরের এক বাসিন্দা ফেব্রুয়ারি থেকে…

bengaluru deepfake scam

বেঙ্গালুরু: প্রযুক্তির ভেলকিতে প্রতারণার ফাঁদে পড়লেন এক মহিলা৷ ‘ডিপফেক’-এর ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হলেন তিনি। বেঙ্গালুরুর সিভি রমন নগরের ৫৭ বছরের এক বাসিন্দা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রতারণার জালে আটকে খুইয়েছেন প্রায় ৩.৭৫ কোটি টাকা।

সদগুরুর নামে ভুয়ো প্রচার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিয়ো, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সদগুরুর কণ্ঠস্বর ও ছবি ব্যবহার করে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছিল। ওই মহিলা ডিপফেক প্রযুক্তি সম্পর্কে কিছুই জানতেন না। মোবাইলে স্ক্রল করতে গিয়ে তিনি একটি রিল দেখেন, দেখানো হয়েছিল মাত্র ২৫০ ডলার বিনিয়োগ করলেই আর্থিক উন্নতি সম্ভব। বিশ্বাস করে তিনি লিঙ্কে ক্লিক করেন।

   

ধাপে ধাপে প্রতারণার ফাঁদ bengaluru deepfake scam

লিঙ্কে ব্যক্তিগত তথ্য চাওয়া হয়, নাম, ফোন নম্বর, ইমেল। কিছুক্ষণের মধ্যেই ‘মিররক্স’ নামের একটি সংস্থার প্রতিনিধি সেজে তার সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি, নাম বলেন ওয়ালিদ বি। মহিলাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়, যেখানে প্রায় ১০০ জন সদস্য ছিল। ভুয়ো ইমেল ও ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে শেখানো হয় অনলাইন ট্রেডিং। প্রথমে জুম মিটিংয়ে শিখিয়েছিল ওয়ালিদ, পরে ‘মাইকেল সি’ নামে আরেক প্রতারক তাঁকে গাইড করতে থাকে।

গ্রুপে নিত্যদিন শেয়ার করা হত নকল লাভের স্ক্রিনশট। তাতে আস্থা বাড়ে ভুক্তভোগীর। ধাপে ধাপে প্রতারকদের দেওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে থাকেন তিনি। এপ্রিলের মধ্যে মোট ৩.৭৫ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেন ওই মহিলা। প্ল্যাটফর্মে দেখানো হচ্ছিল বিপুল মুনাফা।

টাকা ফেরতের ছলচাতুরি

কিন্তু টাকা তুলতে চাইলে প্রতারকরা প্রসেসিং ফি ও কর বাবদ আরও টাকা দাবি করে। তখনই মহিলার সন্দেহ জাগে। অতিরিক্ত অর্থ না দেওয়ায় প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয়। ততক্ষণে সর্বস্বান্ত তিনি।

Advertisements

অভিযোগের দেরি, তদন্তের চ্যালেঞ্জ

প্রায় পাঁচ মাস পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। এক সিনিয়র অফিসার জানিয়েছেন, এত দেরিতে অভিযোগ দায়ের হওয়ায় টাকা ফেরত পাওয়া কঠিন। প্রতারকদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ডিপফেকের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

ইতিমধ্যেই সদগুরু ডিপফেক প্রযুক্তি দিয়ে তাঁর নাম-ছবি-আওয়াজ ব্যবহার করে ভুয়ো প্রচারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু এক মহিলার সর্বনাশ নয়, বরং গোটা সমাজের জন্য সতর্কবার্তা, ডিপফেক কেবল প্রযুক্তির খেলা নয়, আর্থিক ধ্বংসের অস্ত্রও হতে পারে।

Bharat: A Bengaluru woman lost ₹3.75 crore in a sophisticated deepfake scam. Fraudsters used fake videos and AI-generated voice of spiritual leader Sadhguru to trick her into an investment scheme, promising high returns.