Maharashtra: গোসাপ গণধর্ষণ, মোবাইলে রেকর্ড উল্লাসের ছবি

বিকৃতির এমন নিদর্শন আগে আসেনি। বিভিন্ন সময় অবলা পশুকে ধর্ষণ করার ঘটনা যদিও আগে ঘটেছে। তবে এবার এক গোসাপ কে গণধর্ষণ করা ও সেই মুহূর্তের ছবি মোবাইলে রেকর্ড করল কয়েকজন।মহারাষ্ট্রের (Maharashtra) সহ্যাদ্রি টাইগার রিজার্ভে একটি বেঙ্গল মনিটর গোসাপ কে ধর্ষণের অভিযোগে চারজন ধৃত।

অভিযুক্তরা চোরাচালানকারী হিসাবে চিহ্নিত হয়েছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণ সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

   

সহ্যাদ্রি বনবিভাগ আধিকারিকরা জানান, ঘটনাস্থল হলো বনাঞ্চলের গোথান গাভা এলাকা। সেখানে গোসাপ কে ধর্ষণ করা হয়। ধৃতদের নাম সন্দীপ তুকরাম, পাওয়ার মঙ্গেশ, জনার্দন কামতেকর এবং অক্ষয় সুনীল।

মহারাষ্ট্র বনবিভাগ অভিযুক্তদের মোবাইল ফোন থেকে করে ঘটনাটি জানতে পারে। মোবাইলে দেখা গেছে অভিযুক্তরা গোসাপ কে গণধর্ষণ করছে। সহ্যাদ্রি ফরেস্ট রিজার্ভে নিযুক্ত বন কর্মীরা সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের খুঁজে বের করেছেন।

বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে চার অভিযুক্ত কোঙ্কন থেকে কোলাপুরের চান্দোলি গ্রামে শিকারের জন্য এসেছিল।

গোসাপ বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে সংরক্ষিত প্রজাতি। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের সাত বছরের কারাদণ্ড হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন