Gautam Gambhir: ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে, রাজনৈতিক কেরিয়ারে ইতি টানলেন গম্ভীর

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। এবার রাজনৈতিক কেরিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। হ্যাঁ ঠিকই…

BJP MP Gautam Gambhir

short-samachar

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। এবার রাজনৈতিক কেরিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। হ্যাঁ ঠিকই শুনেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর।

   

জানালেন, ক্রিকেটের কল্যাণে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে নিজেকে মুক্ত করতে চান তিনি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ শনিবার বিজেপি নেতা গৌতম গম্ভীর টুইট করেছেন, “আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি যাতে আমি আমার আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতিতে মনোনিবেশ করতে পারি। আমি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।”