বিজেপিতে বিরাট ভাঙন, কাতারে কাতারে অন্য দলে যোগ দিলে হেভিওয়েটরা

বিধানসভা ভোটের মুখে ফের একবার জোরদার ধাক্কা খেল বিজেপি। এবার হেভিওয়েট যোগ দিলেন বিরোধী দলে। প্রাক্তন জেলা পঞ্চায়েত সভাপতি তথা গোঁসাইগঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডের সদস্য…

বিধানসভা ভোটের মুখে ফের একবার জোরদার ধাক্কা খেল বিজেপি। এবার হেভিওয়েট যোগ দিলেন বিরোধী দলে। প্রাক্তন জেলা পঞ্চায়েত সভাপতি তথা গোঁসাইগঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিজয় বাহাদুর যাদব ফের সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। তাঁর সঙ্গে বহু গ্রাম প্রধানও সমাজবাদী পার্টিতে যোগ দেন।

বুধবার লখনউয়ে দলের রাজ্য কার্যালয়ে বিজয় বাহাদুর যাদবকে সমাজবাদী পার্টিতে অন্তর্ভুক্ত করেন দলের সভাপতি অখিলেশ যাদব। গত জেলা পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজয় বাহাদুর যাদব। এই প্রথম লখনউয়ে বিজেপির জেলা পঞ্চায়েত সভাপতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিজয় বাহাদুর যাদব।

   

ভোটের মুখে বিজয় বাহাদুর যাদবের এসপিতে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিজেপির বর্তমান জেলা পঞ্চায়েত সভাপতির সমস্যা বাড়তে পারে। ২০২১ সালের জেলা পঞ্চায়েত নির্বাচনে সমাজবাদী পার্টি ২৫টি আসনের মধ্যে সর্বাধিক ১১টি আসনে জয়ী হয়েছিল। এ ছাড়া বিজেপি তিনটি, বিএসপি ৫টি, চন্দ্রশেখর আজাদের দল ১টি ও ৫টি আসনে জয়ী হয়েছে নির্দলরা।

একই সঙ্গে জেলা পঞ্চায়েত সভাপতি পদের জন্য ১৩ জন জেলা পঞ্চায়েত সদস্যের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। প্রাক্তন ব্লক প্রধান বিজয়লক্ষ্মীকে জেলা পঞ্চায়েত সভাপতি পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন এসপি। একই সঙ্গে বিজেপির প্রার্থী হয়েছেন আরতি রাওয়াত।

বিজয় বাহাদুর যাদবের ঘনিষ্ঠ আরতি রাওয়াত ১৩ জন সদস্যের সমর্থন পেয়ে জেলা পঞ্চায়েত সভাপতি হন। ক্রস ভোটিংয়ে সপা-র দুই সদস্য বিজেপিকে ভোট দেন। বিজয় বাহাদুর যাদব ও তাঁর স্ত্রী মায়া যাদব জেলা পঞ্চায়েত সভাপতি ছিলেন।