Cyclone Alert: বঙ্গোপসাগর থেকে ফের আসছে ঘূর্ণিঝড়, এবার নাম মিগজাউম

ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা। ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানাতে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ঘূর্ণিঝড় ঘনীভূত (Cyclone Alert) হতে পারে। আর বাংলাদেশ আবহাওয়া বিভাগের…

Cyclone Alert: বঙ্গোপসাগর থেকে ফের আসছে ঘূর্ণিঝড়, এবার নাম মিগজাউম

ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা। ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানাতে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ঘূর্ণিঝড় ঘনীভূত (Cyclone Alert) হতে পারে। আর বাংলাদেশ আবহাওয়া বিভাগের (BMD) সতর্কতা, এই ঘূর্ণি তৈরি হলে সেটি ভারত, বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের যে কোনও দিকে ঢুকবে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে আরেকটি ঘূর্ণিঝড়, যার নাম মিগজাউম। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল। কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী সোমবার সেটি আরও ঘনীভূত হতে পারে।

ঢাকায় বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে, এপ্রিল থেকে ডিসেম্বর সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে সাগরে ফের ঘূর্ণি ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে।

Advertisements

গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশে ঢুকেছিল। তবে তার তীব্রতা ছিল কম। মিধিলি তেমন ক্ষতি করতে পারেনি। এবার আসছে সাইক্লোন মিগজাউম। এর তীব্রতা কেমন হতে পারে সেটি আগামী ৪৮ ঘণ্টা পর স্পষ্ট হতে পারে। এই ঘূর্ণিঝড়টি হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়।

স্কাইমেট জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে। ভারত ও বাংলাদেশ আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে আগামী ২৭শে নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে আগামী ২৯শে নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।