চেন্নাই, ২২ অক্টোবর: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তামিলনাড়ুর উপকূলের কাছে সৃষ্ট গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হতে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) বুধবার জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই আবহাওয়া ব্যবস্থা শক্তি হারাবে।
গত কয়েকদিন ধরে দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলোতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া চলছিল। বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূল এলাকায় সমুদ্র ছিল অশান্ত। জেলেদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে স্বস্তির খবর হলো, সিস্টেমটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ায় আগামী দিনে বড় কোনো বিপদের সম্ভাবনা নেই।
মেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সিস্টেমটি প্রথমে একটি লো প্রেসার হিসেবে তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে। ধীরে ধীরে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয় এবং উপকূলের দিকে এগোতে থাকে। এর জেরে চেন্নাই ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
এদিকে, আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে এ ধরনের নিম্নচাপ অক্টোবর–নভেম্বর মাসে স্বাভাবিক। মৌসুমি বায়ুর প্রভাবে তৈরি এই আবহাওয়া ব্যবস্থা সাধারণত এক-দু’দিনের মধ্যেই শক্তি হারায়। তবে এই ধরনের সিস্টেম থেকে কিছুটা বৃষ্টিপাত হলেও, তা চাষের জন্য উপকারী হতে পারে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আপাতত বড় ধরনের বিপদের সম্ভাবনা না থাকলেও সতর্কতা জারি থাকবে। মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
IMD-র তরফে বলা হয়েছে, “একটি সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থান করছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ক্রমশ দুর্বল হবে।”
সব মিলিয়ে, দক্ষিণ ভারতের উপকূলে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। তবে বৃষ্টিপাতের কারণে কিছু কিছু জায়গায় জল জমা ও যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।