অমৃতসর: বর্ষ শেষের আগে বাথিন্ডায় মর্মান্তিক দুর্ঘটন৷ শুক্রবার গভীর খাদে বাস উল্টে মৃত্যু হল ৮ জনের৷ আহত হয়েছে বেশ কয়েকজন। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশু, চার মহিলা ও এক ব্যক্তি৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন দ্রুত গতিতে ছুটছিল বাসটি৷ সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়৷ (bathinda bus accident 8 dead)
৪৬ জনকে উদ্ধার bathinda bus accident 8 dead
বাথিন্ডার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) অমনীত কন্ডাল জানিয়েছেন, “৪৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বাকিদের অবস্থা স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন যে বাসটি কিছুটা দ্রুত চলছিল এবং তখনই উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে, যার পর বাসটি ড্রেনে পড়ে যায়।”
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “লাসাদা ড্রেনে বাস দুর্ঘটনার দুঃখজনক খবর পেয়েছি। প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
তদন্ত শুরু bathinda bus accident 8 dead
প্রাথমিকভাবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বাস চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে৷ পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়াও এই ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন৷ রাজ্য সরকার যাতে ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্য করে, সেই আর্জিও জানিয়েছেন৷
Bharat: A tragic bus accident in Bathinda claims 8 lives, including a child, four women, and one man. The bus, traveling at high speed, collided with a car and fell into a deep drain. 46 passengers rescued; injured are receiving treatment in nearby hospitals.