ভুয়ো পরিচয় নিয়ে সেনা ছাউনিতে ঢুকে ধৃত বাংলাদেশি নাগরিক

Indian Army

বাগডোগরা: দেশের গুরুত্বপূর্ণ সেনা ছাউনিতে নিরাপত্তার বড়সড় গলদ। ব্যাঙডুবি সেনা ছাউনিতে সুপারভাইজারের ছদ্মবেশে কাজের বরাত নিয়ে ঢুকে পড়া এক বাংলাদেশি নাগরিককে (Bangladeshi spy) আটক করা হয়েছে। ধৃতের নাম নন্দ মণ্ডল। সেনা সূত্রের দাবি, সে ভুয়ো নথি ব্যবহার করে ছাউনির ভেতর প্রবেশ করেছিল এবং সেনা ছাউনির সংবেদনশীল অংশের ছবি ও ভিডিও গোপনে সংগ্রহ করছিল।

Advertisements

সেনা সূত্রে জানা গেছে, ছাউনির মধ্যে একটি নির্মাণকাজ চলছিল। সেই কাজের জন্য নন্দ নিজেকে সাইট সুপারভাইজার হিসাবে পরিচয় দেয়। বাইরে থেকে পরিচয় যাচাইয়ে সন্দেহের কিছু ধরা পড়েনি। নন্দ দাবি করেছিল, সে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং শ্রমিক পরিচালনা করবে।

   

শুরুতে সবাই তাকে সাধারণ কর্মী সুপারভাইজার হিসেবেই ধরে নেয়। মোবাইল ঘাঁটতেই ফাঁস বড় রহস্য একদিন নিয়মিত তল্লাশির সময় সেনা কর্মীরা নন্দের মোবাইল পরীক্ষা করতে চান। সে অস্বাভাবিক রকম উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে মোবাইল আনলক করতেই দেখা যায় ছাউনি এলাকার অভ্যন্তরের ছবি ও ভিডিও,  সেনা যানবাহনের আগমন–নির্গমনের ভিডিও ক্লিপ,  কিছু ফোল্ডারের ফাইল লক করা।

মোবাইলে এক বিদেশি নম্বরের সঙ্গে বারংবার WhatsApp কল লগ এবং ফাইল শেয়ারিংয়ের তথ্য পাওয়া যায়। নথি যাচাইতেই আসল পরিচয়ের হদিশ। জিজ্ঞাসাবাদের পর সেনা কর্মীরা তার দেওয়া আধার কার্ড যাচাই করতে গেলে দেখা যায় আধারের QR কোড স্ক্যান করলে তথ্য মিলছে না, দেওয়া ঠিকানা ভুয়ো,  ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত কোনও নথি ইস্যু করা হয়নি

Advertisements

পরবর্তীতে জানা যায়, নন্দ মণ্ডল আসলে বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা, এবং বেআইনিভাবে ভারতে ঢুকেছিল। পূর্বেও একই এলাকায় গুপ্তচর ধরা পড়েছে। এ বছরের জুলাই মাসে একই এলাকায় দুই বাংলাদেশি গুপ্তচরকে আটক করা হয়েছিল। তারা সেনা ছাউনির আশপাশে ঘোরাঘুরি করছিল এবং GPS লোকেশন পাঠাচ্ছিল বলে অভিযোগ।

সেনা সূত্রে খবর, নন্দ ধৃত হওয়ার আগের রাতে টানা ৪ ঘণ্টা হোয়াটসঅ্যাপ কল করেছিল। মোবাইলের গ্যালারিত সেনা যানবাহনের ৪০টিরও বেশি ছবি পাওয়া গেছে। সেনা গোয়েন্দা বিভাগ এবং NIA যৌথভাবে তদন্ত করছে।