HomeBharatঅমিত শাহকে সংযত হওয়ার বার্তা দিল বাংলাদেশ, ভারতীয় দূতাবাসে গেল চিঠি

অমিত শাহকে সংযত হওয়ার বার্তা দিল বাংলাদেশ, ভারতীয় দূতাবাসে গেল চিঠি

- Advertisement -

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সম্প্রতি বলেছেন ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’। তাঁর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানাল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলা‌দেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। সোমবার (২৩ সে‌প্টেম্বর) ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, অমিত শাহকে সংযত মন্তব্য করার বিষয় লেখা আছে।

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গি‌য়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নি‌য়ে অত্যন্ত অশোভন মন্তব্য ক‌রে‌ছেন। প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে। ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

   

কী বলেছিলেন শাহ?
গত শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবে বলে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগণা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমবর্ধমান বলে দাবি করেন শাহ।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে বাংলাদ্শ। ভারত সরকার ও সেদেশের রাজনৈতিক নেতাদের এমন ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular