ঢাকা/দিল্লি: বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে (Awami League)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অধীনে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ নির্বাচনের ঘোষণা হলেও আওয়ামী লীগ এটাকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে। সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে দলের অবস্থান স্পষ্ট করে বলেছেন, “এটা ইউনূস সরকারের অবৈধ নির্বাচন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে এটা গণতান্ত্রিক হতে পারে না। আমরা জনগণকে আহ্বান জানাই এই নির্বাচন বয়কট করুন।”আরাফাতের এই বক্তব্যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অডিও বার্তায় সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, “আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন মানে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। এটা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র।
SIR নিয়ে ঝোড়ো ব্যাটিং কমিশনের! কি নোটিশ দিলেন সিইও?
নৌকা প্রতীক না থাকলে ভোট নেই।” হাসিনা আরও বলেন, “ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে, দেশকে সন্ত্রাস ও অরাজকতার দিকে ঠেলে দিয়েছে।”আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে গত বছর। ইউনূস সরকারের দাবি, দলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
কিন্তু আরাফাত বলছেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসা। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ। জনগণের ৬০% সমর্থন থাকা দলকে বাদ দিয়ে কীভাবে গণতান্ত্রিক নির্বাচন হয়?” তিনি আরও অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে বিএনপি-জামায়াত জোটকে সুবিধা দিচ্ছে।আরাফাতের বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, “নৌকা না থাকলে ভোট নেই।” হাসিনা তার বার্তায় বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পার্টি। আমাদের বাদ দিয়ে নির্বাচন মানে দেশের ইতিহাসকে অস্বীকার করা। জনগণকে আহ্বান এই নির্বাচনে অংশ না নিয়ে প্রতিবাদ করুন।”
ইউনূস সরকার এই বয়কট ডাককে ‘অসাংবিধানিক’ বলে খারিজ করেছে। তারা দাবি করছে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপি-সহ অন্যান্য দল প্রার্থী দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার টার্নআউট নিয়ে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ ব্রিটেনের কয়েকজন এমপি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ।
