পুলিশ খুনে অভিযুক্ত নরেন্দ্রপুরের আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিলের দাবি বাংলাদেশের

ইন্টারপোল জারি করেছে লাল সতর্কতা। তবে ভারতীয় পরিচয়ে দুবাইতে থাকা খুনের আসামী আরাভ খান অধরা। তাকে পেতে মরিয়া বাংলাদেশ (Bangladesh) সরকার।

Arav Khan, accused in police killing case in Narendrapur

short-samachar

ইন্টারপোল জারি করেছে লাল সতর্কতা। তবে ভারতীয় পরিচয়ে দুবাইতে থাকা খুনের আসামী আরাভ খান অধরা। তাকে পেতে মরিয়া বাংলাদেশ (Bangladesh) সরকার। ঢাকার দাবি, আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিল করুক ভারত সরকার। এই মর্মে বার্তা পাঠানো হয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনে।

   

আরাভ খানের বাংলাদেশি পরিচয় রবিউল ইসলাম। তার বিরুদ্ধে বাংলাদেশে পুলিশ অফিসারকে খুন করার অভিযোগ আছে। তদন্তে উঠে এসেছে, ঢাকায় পুলিশ অফিসার খুনে জড়িয়ে বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম গোপনে ভারতে ঢুকে ভুয়ো পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নেয়। ভারতীয় হিসেবে তার নাম আরাভ খান। পাসপোর্টে তার ঠিকানা পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর। সেই পাসপোর্ট কলকাতা থেকে ইস্যু করা হয়।

বাংলাদেশের পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছ্ন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামী রবিউল ইসলাম। তাকে দুবাই থেকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে। আরাভ ওরফে রবিউলের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।

সম্প্রতি রবিউল ওরফে আরাভ চর্চিত হয় তার দুবাইয়ের একটি সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে। ওই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট তারকা শাকিব আল হাসান ও জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। সামাজিক মাধ্যমে এই ছবি দেখে বাংলাদেশ পুলিশ চিহ্নিত করে দুবাইতে ওই দোকানের মালিক আরাভ খান আসলে বাংলাদেশের পুলিশ অফিসার খুনের আসামী রবিউল।

দুবাই থেকে তথ্য সংগ্রহ করে চমকে যায় বাংলাদেশ পুলিশ বিভাগ। জানা যায়, আরাভ খান ভারতের নাগরিক। তবে সে যে আসলে ভুয়ো ভারতীয় ও একজন পলাতক বাংলাদেশি আসামী।