আগরতলা: বাংলাদেশের কূটনৈতিক কেন্দ্রে হামলা। এই হামলা হল বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। এ রাজ্যের রাজধানী আগরতলায় থাকা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলায় অভিযুক্ত হিন্দুবাদী সংগঠন। ( Bangladesh assistance high commission in Agartala Attacked)
বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন Bangladesh assistance high commission in Agartala Attacked
বাংলাদেশের ভিসা অফিসের সামনে থেকে হিন্দু সংঘর্ষ সমিতির আন্দোলনকারীরা আচমকা নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এর জেরে তীব্র বিতর্কে জড়িয়ে গেল ডা. মানিক সাহার নেতৃত্বে চলা ত্রিপুরার বিজেপি সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভে দেশটির পতাকায় আগুন ধরানো হয়। এরপর থেকে বাংলাদেশে চলছে ভারতের জাতীয় পতাকার অবমাননা।
হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ দাস নামে এক বহিষ্কৃত ইসকন সন্ন্যাসীর গ্রেফতার ও তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালতে সরকারি আইনজীবীকে খুনে অভিযুক্ত ইসকন সমর্থকরা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার আন্দোলন থেকে সেখানকার হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ। এর জেরে ভারতে চলছে বিভিন্ন হিন্দু সংগঠনের ক্ষোভ মিছিল।
বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি এই অভিযোগ তুলে হিন্দু সংঘর্ষ সমিতি সোমবার আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশন অফিসে প্রবেশ করে বিক্ষোভকারীরা ব্যাপক ভাংচু*র এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। কূটনৈতিক এলাকায় এই হামলার ছবিতে ফের গরম হয়েছে বাংলাদেশ।
Bharat: A diplomatic center in Bangladesh was attacked in BJP-ruled Tripura. The incident occurred at the Bangladeshi Assistant High Commission in Agartala, with a Hindu nationalist group being accused of the attack.