রক্তাক্ত বাংলাদেশ, প্রাণ হাতে নিয়ে ভারতে ফিরলেন ৭৭৮ জন পড়ুয়া

কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের এই প্রতিবেশী দেশ হিংসার আগুনে পুড়ছে। সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে শুরু হওয়া এই বিক্ষোভ দেশজুড়ে…

রক্তাক্ত বাংলাদেশ, প্রাণ হাতে নিয়ে ভারতে ফিরলেন ৭৭৮ জন পড়ুয়া

কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের এই প্রতিবেশী দেশ হিংসার আগুনে পুড়ছে। সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে শুরু হওয়া এই বিক্ষোভ দেশজুড়ে হিংসাত্মক রূপ নিয়েছে। এদিকে হিংসা কবলিত দেশ ছেড়ে পালাচ্ছে মানুষ। এরই মাঝে বড় তথ্য দিল ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কয়েকশো ভারতীয় শিক্ষার্থী বিভিন্ন রুট দিয়ে দেশে ফিরেছেন। ঢাকায় থাকা ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার অ্যালাইড হাইকমিশন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের তাদের বাড়িতে ফিরে যেতে সহায়তা করছে। হাই কমিশন এবং সহকারী হাইকমিশনগুলি স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় ভারতীয় নাগরিকদের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে সহায়তা করছে।

ভারত জানাচ্ছে, ‘বিদেশ মন্ত্রক অসামরিক বিমান পরিবহণ, ইমিগ্রেশন, স্থলবন্দর এবং বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করছে যাতে আমাদের নাগরিকদের যাতায়াত মসৃণ হয়।’ মন্ত্রক আরও জানিয়েছে, ‘এখনও পর্যন্ত ৭৭৮ জন ভারতীয় শিক্ষার্থী বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ফিরেছেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়মিত ফ্লাইটে দেশে ফিরেছেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং আমাদের সহকারী হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত চার হাজারেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নেপাল ও ভুটান থেকেও পড়ুয়াদের ভারতে আসতে সাহায্য করা হচ্ছে।’ 

Advertisements