হোটেলে যাওয়ার প্রস্তাবে নারাজ মহিলাকে হুমকি, অভিযুক্ত বিধায়ক

Tripura CPI(M) MLA Nayan Sarkar Accused of Threatening Woman Over Hotel Proposal

Tripura Hotel Scandal: ত্রিপুরায় চাঞ্চল্য! বামুটিয়ার সিপিআইএম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক গৃহবধূ। অভিযোগ, হোটেলে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন বিধায়ক। রাজি না হওয়ায় পরিবার-সহ বাড়িছাড়া করার হুমকি দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত জুন মাসের শুরুতে। অভিযোগকারী মহিলার দাবি, ফেসবুকে নয়ন সরকারের সঙ্গে তাঁর পরিচয় হয়। কিছুদিন কথাবার্তার পরেই ফোন নম্বর আদানপ্রদান হয়। অভিযোগ, তারপরই নয়ন সরকার তাঁকে গুয়াহাটিতে একসঙ্গে হোটেলে থাকার প্রস্তাব দেন।

   

মহিলার কথায়, ‘‘আমি জানাই আমার স্বামী-সন্তান রয়েছে, আমি এসব চাই না।’’ এরপরই পরিস্থিতি বদলাতে শুরু করে। অভিযুক্ত বিধায়ক তাঁকে ফোনে হুমকি দিতে থাকেন। এমনকি সপরিবারে বাড়িছাড়া করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেশ বাধ্য হয়ে ত্রিপুরার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নয়ন সরকার। তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। তিনি পালটা পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই নোংরা রাজনীতি।”

উল্লেখ্য, নয়ন সরকার ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বামুটিয়া কেন্দ্র থেকে বিজেপিকে হারিয়ে সিপিআইএম প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এই কেন্দ্র পশ্চিম আগরতলা লোকসভা এলাকায় পড়ে। বর্তমানে ত্রিপুরার রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

একদিকে সিপিআইএম নেতা দাবি করছেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। এখন দেখার, তদন্তে আসল সত্যি কী বেরিয়ে আসে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন