নিজস্ব সংবাদদাতা, ৭ অক্টোবর, ২০২৫: হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝান্ডুতা উপবিভাগের বালুরঘাট এলাকায় মঙ্গলবার সকালে ঘটলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পাহাড় ধসে চাপা পড়ে একটি যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। মৃতদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনা ঘটার সময় বাসটি পাহাড়ি সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রবল শব্দে পাহাড় ধসে বড় বড় পাথর ও মাটি গড়িয়ে পড়ে বাসটির উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি মাটির নিচে চাপা পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই বিশাল ধস নেমে এলো। চিৎকারের শব্দ এখনো কানে বাজছে।”
দুর্ঘটনার খবর ছড়াতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন প্রথমে নিজেদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও SDRF-র বিশেষ দল। বিলাসপুরের অতিরিক্ত জেলা শাসক ওম কান্ত জানিয়েছেন, “যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। রাতভর কাজ চালিয়ে যাওয়া হবে।”
আহতদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রশাসন জানিয়েছে, মৃতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
এই দুর্ঘটনার খবর ছড়াতেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে পাহাড়ি সড়কগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে দুর্ঘটনার রিপোর্ট তলব করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
Bilaspur, Himachal Pradesh | At least 10 people killed and several others injured after a private bus was hit by a landslide in the Balurghat area of Jhandhuta subdivision in Himachal Pradesh’s Bilaspur district.
Excavation and rescue operations are continuing on a war footing.… pic.twitter.com/LYH5gHXOJE
— ANI (@ANI) October 7, 2025
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে হিমাচল প্রদেশে প্রায়ই ভূমিধস হয়। কিন্তু অক্টোবর মাসে এমন দুর্ঘটনা অস্বাভাবিক এবং উদ্বেগজনক। পরিবেশবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত নির্মাণকাজ ও পাহাড় কাটার ফলেই ভূমিধসের ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।