স্কুলের বাথরুমে ২ শিশুকে নিগ্রহের অভিযোগ, স্কুল, স্টেশনে ভাঙচুর বিক্ষোভকারীদের

বাংলার পর এবার মহারাষ্ট্র। দুজন স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে সরগরম মহারাষ্ট্রের থানে। মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর (Badlapur) শহরের একটি বিখ্যাত স্কুলের শৌচাগারে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর স্কুলের অভিভাবকদের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।

Advertisements

এই ঘটনার প্রতিবাদে বদলাপুর রেল স্টেশন থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ারও অভিযোগ উঠেছে। থমকে গিয়েছে ট্রেনের চাকাও। লাগাতার বিক্ষোভের জেরে বদলাপুর স্টেশনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। তীব্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার যৌন হেনস্থা মামলায় সিট তদন্তের নির্দেশ দিয়েছে।

থানের বদলাপুরে আদর্শ বিদ্যালয়ের দুই নাবালিকাকে স্যানিটেশন ঠিকাদারের কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এদিকে খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার স্কুলের সামনে বিপুল বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এদিকে সময় যত এগোয় ততই বিক্ষোভরত মানুষের সংখ্যা বেড়ে যায় এবং পুরো শহরে ব্যানার-পোস্টার নিয়ে বেরিয়ে আসে বিক্ষুব্ধ জনতা।

স্কুলের গাফিলতির প্রতিবাদে স্কুলের গেটে বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয়রা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর লোকজন ক্ষোভ প্রকাশ করে রেললাইনে নেমে স্লোগান দিতে শুরু করে। এ সময় পুলিশ কর্মীরা ভিড় সরাতে গেলে জনতা পাথর ছুঁড়তে শুরু করে। অভিযুক্ত অক্ষয় শিন্ডে একটি থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে ওই স্কুলে কন্ট্রাক্ট ক্লিনার হিসেবে কাজ করত বলে অভিযোগ। নির্যাতিত মেয়েদের বাবা-মা অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য জোর দেওয়ার পরে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের দমন-পীড়নের কথাও বলা হয়েছে।

Advertisements

অভিযোগ, মেয়েদের সঙ্গে যৌন হেনস্থার ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরে এফআইআর দায়ের করে পুলিশ। এদিকে, দোষীর ফাঁসির দাবিতে বদলাপুর শহর বন্ধ রাখার দাবি তুলেছেন নির্যাতিতার বাবা-মা। মঙ্গলবার রেললাইনে লোকাল ট্রেন আটকে কল্যাণ ও করজাতের মধ্যে লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে বিবৃতি জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে।