বাটালার থানায় গ্রেনেড হামলার ঘটনায় গুরদাসপুর থেকে ধৃত বাব্বর খালসা জঙ্গি করণবীর

দিল্লি: চলতি বছরের এপ্রিল মাসে পাঞ্জাবের বাটালার কিলা (Batala Police Station) লাল সিং থানা লক্ষ্য করে হওয়া গ্রেনেড হামলার তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের…

বাটালার থানায় গ্রেনেড হামলার ঘটনায় গুরদাসপুর থেকে ধৃত বাব্বর খালসা জঙ্গি করণবীর

দিল্লি: চলতি বছরের এপ্রিল মাসে পাঞ্জাবের বাটালার কিলা (Batala Police Station) লাল সিং থানা লক্ষ্য করে হওয়া গ্রেনেড হামলার তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। গ্রেনেড হামলার অন্যতম অভিযুক্ত, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য করণবীর (২২)–কে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাবের গুরদাসপুর জেলা থেকে। করণবীরকে অস্ত্র পাচার মামলাতেও খোঁজা হচ্ছিল বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, করণবীর কিলা লাল সিং থানায় গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে বলে সন্দেহ। একই মামলায় এর আগেই মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ধরা হয়েছিল আরও এক অভিযুক্ত, আকাশদীপ সিং ওরফে বাজ (২২)-কে। তাকেও BKI-র সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা।

   

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাটালার কিলা লাল সিং থানায় গ্রেনেড ছুঁড়ে আক্রমণ চালায়। হামলার পরই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার দায় স্বীকার করে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের জঙ্গিরা। পোস্টে হ্যাপি পাশিয়া, মন্নু আগওয়ান ও গোপী নওয়ানশহরিয়া নামে পরিচিত তিন BKI সদস্যের নাম উল্লেখ করে, যারা দিল্লির বিরুদ্ধে হুমকিও দিয়েছিল।

হামলার পর দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর ইউনিট সক্রিয় তদন্ত শুরু করে। নজর রাখা হয় এমন একাধিক ব্যক্তির উপর, যাদের BKI-র সঙ্গে যোগসূত্র রয়েছে বলে অনুমান। তদন্তে উঠে আসে, পাঞ্জাবেই লুকিয়ে রয়েছে অভিযুক্ত করণবীর। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ। পরে একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

Advertisements

দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, “গ্রেনেড হামলা ও অস্ত্র পাচার মামলায় করণবীরকে বহুদিন ধরেই খোঁজা হচ্ছিল। অবশেষে গুরদাসপুর থেকে তাকে ধরা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে (UAPA) মামলা রুজু করা হচ্ছে।”

এছাড়াও পুলিশের তরফে জানানো হয়েছে, করণবীর জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তে কাজে লাগতে পারে। করণবীর ও আকাশদীপ—দু’জনেই BKI-র হয়ে ভারতীয় ভূখণ্ডে নাশকতামূলক কাজের ছক কষছিল বলেই অনুমান গোয়েন্দাদের।

এখনও পলাতক রয়েছে হামলার মূল অভিযুক্ত হ্যাপি পাশিয়া, মন্নু আগওয়ান ও গোপী নওয়ানশহরিয়া। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, “এই মামলায় আরও তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। তদন্ত জারি রয়েছে এবং অন্যদের খোঁজেও একাধিক রাজ্যে নজরদারি চালানো হচ্ছে।” পুলিশের এই সাফল্যে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।