Ayushman Bharat: হাসপাতাল বন্ধের হুমকি! আয়ুষ্মান ভারত নিয়ে বড় সমস্যা তৈরি করল আইএমএ

ভারতের একাধিক রাজ্যজুরে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের(Ayushman Bharat) অধীনে থাকা বেসরকারি হাসপাতালগুলি, সাধারণ মানুষের থেকে পরিষেবা উপেক্ষা করার একাধিক ঘটনা সামনে আসছে। সেই আবহাওয়ে হারিয়ানা সরকারের কাছে বকেয়া পাওনার জোরালো দাবি জানালো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এরই সঙ্গে রাজ্যজুড়ে আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্পের অধীনে সমস্ত চিকিৎসা পরিষেবা ৩ ফেব্রুয়ারি থেকে স্থগিত করার হুমকি দিয়েছে।

Advertisements

আইএমএ জানিয়েছে, যদি বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে প্রায় ৬০০টি বেসরকারি হাসপাতালের পরিষেবা ব্যাহত হতে পারে।

নায়াব সিং সাইনির নেতৃত্বাধীন সরকার রাজ্যের তালিকাভুক্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে হাসপাতালগুলির মোট ৪৫০ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্রের কাছে। আইএমএ হরিয়ানার সেক্রেটারি ধীরেন্দ্র কে সোনি জানান, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মোট পরিমাণের মাত্র ১৫ শতাংশ পরিশোধ করা হয়েছে।

Advertisements

“আইএমএ হরিয়ানার একটি প্রতিনিধি দল দুই সপ্তাহেরও বেশি আগে (৮ জানুয়ারি) মুখ্যমন্ত্রী নায়াব সাইনির সঙ্গে সাক্ষাৎ করেছিল। কিন্তু সেখানে কোনো সমাধান সুত্র মেলেনি দুই তরফের থেকে।

এর আগে, ২৫ জানুয়ারি আইএমএ হরিয়ানা আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) হরিয়ানা হেলথ প্রোটেকশন অথরিটিকে একটি চিঠি পাঠিয়ে বকেয়া পাওনা এবং “অযৌক্তিক কাটছাঁট” নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

চিঠিতে আইএমএ হরিয়ানা উল্লেখ করে, ‘দুর্ভাগ্যজনক যে ১৫ দিন পেরিয়ে গেলেও আমাদের সদস্যরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাননি, এবং যেটুকু পরিশোধ করা হয়েছে তার মধ্যেও ব্যাপক অযৌক্তিক কাটছাঁট করা হয়েছে।’