প্রশ্ন লিকের মরশুমে ‘লিক’ রাম মন্দিরের ছাদেও? অযোধ্যায় রামলালার একি দুরাবস্থা!

প্রায় ৫০০ বছর পরে রামলালা তাঁর বাড়ি ফেরত এসেছেন। মাথার উপরে পেয়েছেন পাকা ছাদ। রাম মন্দিরের (Ayodhya’s Ram Temple) উদ্বোধনের সময় মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এমন…

Ayodhya's Ram Temple

প্রায় ৫০০ বছর পরে রামলালা তাঁর বাড়ি ফেরত এসেছেন। মাথার উপরে পেয়েছেন পাকা ছাদ। রাম মন্দিরের (Ayodhya’s Ram Temple) উদ্বোধনের সময় মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এমন কথাই সগর্বে ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু একের পর এক পরীক্ষার প্রশ্ন লিকের মরশুমে, রাম মন্দিরের ছাদও যে লিক হয়ে যাবে সেটা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেন নি।

এখনও অব্দি উত্তরপ্রদেশে সেই অর্থে বর্ষা শুরু হয়নি। বলা যায় মরশুমের প্রথম বৃষ্টি চলছে এই মুহূর্তে সেখানে। আর তারই মধ্যে রাম মন্দিরের ছাদ থেকে ঝরঝরিয়ে জল পড়ার ঘটনায় রীতিমত অবাক রামভক্তরা। যদিও এখনও মন্দিরের নির্মাণকার্য পুরোপুরি শেষ হয়নি। এই নির্মাণ কার্য শেষ হতে হতে ২০২৫ সাল অব্দি সময় লাগবে বলে দাবি করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে কার্যক্ষেত্রে সেটা আরও এক দুবছর বেশি হলেও হতে পারে। এরকম অবস্থাতে অর্ধ সমাপ্ত মন্দিরের উদ্বোধন নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। আর এবার সেই অর্ধসমাপ্ত মন্দিরে রামলালার দরবারে বৃষ্টির জল লিকেজের ঘটনা।

   

প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের বক্তব্য, মন্দিরের বিভিন্ন জায়গাতে লিকেজের ঘটনা দেখা গিয়েছে। এমনকি গর্ভগৃহের মধ্যে রামলালার মূর্তির কাছাকাছি জায়গাতেও ছাদ থেকে জল পড়ার ঘটনা ঘটেছে বলে তিনি বলেন। তার পরিষ্কার বক্তব্য গর্ভগৃহ এবং তার আশেপাশের ছাদের জল নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। আর তাই মরশুমের প্রথম ভারী বৃষ্টিতেই রাম মন্দিরের একেবারে কঙ্কালসার চেহারা ধরা পড়ে গিয়েছে।

যদিও রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এই ঘটনার সাফাই দিয়েছেন। তার বক্তব্য, গর্ভগৃহের উপরের অংশটিতে দোতালায় ছাদের কনস্ট্রাকশন এখনো অব্দি পুরোপুরি সমাপ্ত হয়নি। সেখানে চূড়ার কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে। খুব সম্ভবত সেখান থেকেই কোনও কারণে জল পড়ার ঘটনাটি ঘটেছে। তাঁরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন এমন আশ্বাসও দিয়েছেন।

কিন্তু সেই আশ্বাসে কাজের কাজ কতটা হবে তা কিন্তু জানা নেই। যে রাম মন্দির আবেগের উপরে ভরসা করে ভোট বৈতরনী পারের আশা করেছিল বিজেপি, তা একপ্রকার ব্যর্থই হয়েছে। এমনকি অযোধ্যা সহ উত্তরপ্রদেশে বিজেপির ফল বেশ ভাল রকমেরই খারাপ হয়েছে। আর তার মধ্যেই গর্বের রাম মন্দিরে উদ্বোধনের ৫ মাসের মধ্যেই এই দুরাবস্থা। অনেক ভক্ত এবং রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ, প্রথম ভারী বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি বর্ষা তো এখনো পড়েই রয়েছে।

নিজের রাজপ্রাসাদ ছেড়ে বনবাস পর্বে প্রায় ১৪ বছর পর্নকুটিরে দিন কাটিয়েছিলেন রামচন্দ্র। সেই সময় ওই ঘরের খড়ের চাল থেকেও জল পড়ার ঘটনা খুব সম্ভবত ঘটেনি। কিন্তু এবার আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি সুদৃশ্য মন্দির কিন্তু ছাদ থেকে জল পড়া আটকাতে পারল না। বিপদে পড়লে অনেকেই রামের ভরসা করেন। কিন্তু ৫০০ বছর পরে বাড়িতে ফিরে, নিজেরই ঘরের ছাদ থেকে জল পড়ার ঘটনায় স্বয়ং রাম এবার কার উপরে ভরসা করবেন, তা বোধহয় ভক্তদের কেউই জানেনা।