দীপাবলির শুভ লগ্নে যোগীর হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ayodhya-deepotsav-guinness-world-record-yogi-adityanath

অযোধ্যা: দীপাবলির আলোয় স্নান করল অযোধ্যা। উত্তরপ্রদেশের পবিত্র শহর আবারও ইতিহাস গড়ল বিশ্বমঞ্চে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে অযোধ্যার দীপোৎসবে তৈরি হল এক নয়, দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

Advertisements

শনিবার সন্ধ্যায় গোধূলি লগ্নে, সরযূ নদীর তীরে লক্ষাধিক প্রদীপের আলোয় যখন আকাশজুড়ে ছড়িয়ে পড়েছিল শুভ্রতা আর ভক্তির ছোঁয়া, ঠিক তখনই উত্তরপ্রদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয় গিনেস রেকর্ডের সার্টিফিকেট।

যুদ্ধবিরতিতে পুতিনের নয়া শর্তে প্যাঁচে ট্রাম্প

প্রথম রেকর্ডটি ‘সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে প্রদীপ ঘোরানোর’ জন্য। দ্বিতীয়টি ‘সবচেয়ে বড় প্রদীপ প্রজ্বলন প্রদর্শনী’র জন্য, যেখানে মোট ২৬,১৭,২১৫টি প্রদীপ একসঙ্গে জ্বালানো হয়েছিল। এই ঐতিহাসিক আয়োজনের দায়িত্বে ছিল উত্তরপ্রদেশ পর্যটন দফতর, অযোধ্যা জেলা প্রশাসন এবং রাজ্য সরকার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল প্রতিনিধিরা উপস্থিত থেকে এই অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকেন। তাঁরা রেকর্ডের প্রমাণ যাচাই করে উত্তরপ্রদেশ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে দুটি সার্টিফিকেট তুলে দেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেন, “অযোধ্যা আজ শুধু আলোয় নয়, ভক্তিতে ও ঐতিহ্যে উজ্জ্বল। এটি ভারতের আধ্যাত্মিক ঐক্যের প্রতীক।”

Advertisements

এদিন সরযূ ঘাটে দাঁড়িয়ে লাখো দর্শক দেখেছেন এক অনন্য দৃশ্য যতদূর চোখ যায়, ততদূর পর্যন্ত সারি সারি প্রদীপ। এই দীপোৎসবে অংশ নেয় হাজার হাজার স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী এবং তীর্থযাত্রী। সন্ধ্যা নেমে আসতেই যখন প্রদীপের আলোয় জ্বলে উঠল অযোধ্যা, তখন গোটা শহর যেন রূপকথার রাজ্য।

উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, শুধু ধর্মীয় উৎসব নয়, এই উদ্যোগের মূল লক্ষ্য অযোধ্যাকে বিশ্ব পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা। তাদের মতে, দীপোৎসব আজ শুধুমাত্র এক ধর্মীয় আচার নয় এটি হয়ে উঠেছে এক বিশ্বব্যাপী সাংস্কৃতিক উৎসব।

গিনেস রেকর্ড গড়ে এবার নতুন উচ্চতায় পৌঁছেছে অযোধ্যার দীপোৎসব। গত বছরও অযোধ্যা ২২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করেছিল, কিন্তু এ বছর তা ভেঙে আরও বড় ইতিহাস গড়া হল। অযোধ্যার রামমন্দির চত্বর, সরযূ ঘাট, রামকথা পার্ক সব জায়গায় আলোয় মোড়া ছিল শহর। ভক্তরা রামচরিতমানস পাঠ, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। বিদেশ থেকেও বহু পর্যটক উপস্থিত ছিলেন এই উৎসব উপভোগ করতে।

সাংস্কৃতিক বিশ্লেষকদের মতে, অযোধ্যার দীপোৎসব এখন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতের ‘সফট পাওয়ার’-এর প্রতীক যা বিশ্বে ভারতের ঐতিহ্য, ঐক্য ও ভক্তির বার্তা পৌঁছে দিচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী বলেন, “রাম রাজ্যের আদর্শে আমরা এগিয়ে চলেছি। এই দীপোৎসব বিশ্বকে দেখিয়েছে যে, বিশ্বাস ও ঐতিহ্য একসঙ্গে থাকলে ইতিহাস তৈরি হয়।” দীপাবলির শুভক্ষণে অযোধ্যার এই গিনেস রেকর্ড শুধু উত্তরপ্রদেশ নয়, পুরো ভারতের গর্ব।